সোমনাথ মিত্র, হুগলি: কাশ্মীরে বেড়াতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হুগলির ব্যবসায়ীর। মৃতের নাম দেবব্রত ঘোষ (৬১)। বাড়ি দাদপুর থানার মাকালপুর পঞ্চায়েত এলাকার হাসনান বারোয়ারিতলায়। শনিবার ভোরবেলা মৃতদেহ গ্ৰামে এসে পৌঁছনোর কথা।
পরিবার সূত্রে জানা গেছে, দেবব্রত ঘোষের ধনিয়াখালির শিবাইচণ্ডী স্টেশন সংলগ্ন এলাকায় বীজ বিক্রির দোকান রয়েছে। একটি কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি দেবব্রত ঘোষ সহ বেশ কয়েকজনকে কাশ্মীর ঘুরতে নিয়ে যাওয়া হয়। গত সোমবার দুপুরে হাসনানের বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবব্রত। কাশ্মীর পৌঁছনোর পর প্রতিদিনই পরিবারের সঙ্গে ফোনে কথা হত।
বৃহস্পতিবার সকালে দেবব্রতর পরিবারকে ফোন করে দুর্ঘটনার কথা জানানো হয়। পঁহেলগাওতে ঘোড়ার পিঠে চড়ে যাবার সময় কোন কারণে ঘোড়ার পিঠ থেকে ৭ ফুট নিচে একটি জায়গায় পড়ে যান। মাথায় গুরুতর চোট আঘাত লাগে। এরপর সেখান থেকে ব্যবসায়ীকে তুলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শুক্রবার পরিবারের এক সদস্য ওখানে পৌঁছনোর পর ময়নাতদন্ত হয়। শনিবার ভোরে মৃতদেহ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছনোর কথা। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ব্যবসায়ীর পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই মেয়ে আছে। এক মেয়ে বিবাহিত। অসুস্থ স্ত্রী কয়েকদিন আগেই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন।
মৃতের ভাইঝি রীনা ভট্টাচার্য বলেন, 'বৃহস্পতিবার বেড়াতে বের হবার আগেও বাড়িতে কথা বলেন জ্যেঠু। ছবি তোলার জন্য ঘোড়ার পিঠে চড়ে বেরাবার পর ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় ৭ফুট নিচে । সেখানে থেকে তুলতে কিছুটা সময় লাগে। সেখান থেকে জ্যেঠুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। খবর পাওয়া মাত্রই জামাইবাবু বৃহস্পতিবারই ওখানে চলে যায়'।
স্থানীয় মাকালপুর পঞ্চায়েত প্রধান অঞ্জন সিংহ রায় জানান, পোলবা দাদপুর ব্লকের বিডিও অফিস থেকে মাকালপুল পঞ্চায়েতে একটা মেল আসে। আমি প্রধান হিসাবে সঙ্গে সঙ্গে পরিবারের কাছে যাই। তাদের সাথে কথা বলে পরিবারের সদস্যদের নিয়ে মৃতদেহ আনতে যাচ্ছি। পঞ্চায়েত বা বিডিও অফিস এই শোকার্ত পরিবারের পাশে সব সময় আছে।
মৃতের ভাইপো সঞ্জীব কুমার ঘোষ জানান, এটা খুব মর্মান্তিক ঘটনা। আমরা শোনার পর ঘটনাটা বিশ্বাস করতে পারিনি। এলাকায় ব্যবসায়ী হিসাবে খুব ই পরিচিত ছিলেন এবং সকলের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল। কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। তবে সম্পূর্ণ ঘটনাটি ঠিক কী ঘটেছে তা নিয়ে ভিন্ন মত আছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে