কৌশিক গাঁতাইত, জামুড়িয়া : এক নিমেষে যেন শ্মশানের আঁধার নেমে এল গেরস্ত বাড়িতে। ১০ বছরের ছেলেটার দৌড়ঝাঁপে গমগম করত বাড়িটা। কিন্তু একটা মুহূর্ত। একটা ভয়ঙ্কর শব্দ। কেঁপে উঠল সবকিছু। তারপর সব শেষ।
জামুড়িয়ার বাহাদুরপুরের ভর সন্ধের ঘটনা। ভয়ঙ্কর এক শব্দে কেঁপে ওঠে চারিদিক। এমন সে আওয়াজ, এলাকার মানুষই শিউরে ওঠেন। বাড়িতে ছিল ১০ বছরের একটি ছেলে। সিলিন্ডার বিস্ফোরণ কেড়ে নিল তার প্রাণ।
ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে বাড়ি যেন ধ্বংসাবশেষ। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়ি চাপা পড়ে আহত হন একই পরিবারের ৬ জন। আর শেষ হয়ে যায় ১০ বছরের প্রাণ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় দয়াময় মণ্ডলের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়। স্থানীয়রাই বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু বালকটিকে বাঁচানো যায়নি। যদিও তার মৃত্যুতে স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগ তুলেছে এলাকার মানুষ। এই ঘটনার পরই হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনা। জামুড়িয়া-পাণ্ডবেশ্বর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে।
আরও খবর :
যুদ্ধের প্রতিবাদ, রাশিয়ায় ব্যবসা বন্ধ করছে কোকা-কোলা, পেপসি, ম্যাকডোনাল্ড, স্টারবাকস
টাকা দিতে রাজি না হওয়ায় একাকী মহিলাকে খুন
দুর্ঘটনায় পা হারানো ভিখারিকে নকল পায়ের জন্য টাকা দিতে রাজি না হওয়ায় একাকী মহিলাকে খুন। উত্তর ২৪ পরগনার ইছাপুরের ওই খুনের ঘটনায় ২ দিনের মধ্যে কিনারা করল পুলিশ। গ্রেফতার অভিযুক্ত। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় ৭২ বছরের সিক্তা চট্টোপাধ্যায়ের গলাকাটা মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, অসহায়, দুঃস্থদের টাকাপয়সা দিয়ে সাহায্য করতেন মহিলা। সেই সূত্রেই অভিযুক্ত অঞ্জন চৌধুরীর সঙ্গে পরিচয়। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে ছিনতাই করতে গিয়ে পা কাটা যায় ধৃতের। মহিলা তাঁকে নকল পায়ের জন্য ১৫ হাজার টাকা দেবেন প্রতিশ্রুতি দেন। অভিযোগ, রবিবার সেই টাকা চাইতে আসে অভিযুক্ত। এ নিয়ে মহিলার সঙ্গে বচসার জেরে ওই দুষ্কৃতী গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে মহিলার শ্বাসরোধ করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ফল কাটার ছুরি দিয়ে গলার নলি কেটে দেয় বলে অভিযোগ। গতকাল গাড়ুলিয়া থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ।