সুনীত হালদার, হাওড়া: কোভিডের কারণে প্রায় দু'বছর বন্ধ থাকার পর পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে চালু হল জন আহার। কম দামে সব ধরনের খাবার ওই রেস্তোরাঁয় পাওয়া যাবে বলে দাবি রেল কর্তৃপক্ষের।
মঙ্গলবার বিকালে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মনীষ জৈন এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন। তিনি এদিন বলেন হাওড়া স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাদের চাহিদার কথা মাথায় রেখে হাওড়া স্টেশনে নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে।
এক্সিকিউটিভ প্যাসেঞ্জারের জন্য এক ধরনের ব্যবস্থা আবার সাধারণ যাত্রীদের জন্য অন্য এক ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে। জন আহারে কম দামে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের খাবার পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে স্নাক্স। যাত্রীরা ওই রেস্তোরায় বসে খাওয়ার পাশাপাশি খাবার নিয়ে ট্রেনে উঠতে পারবেন। তিনি আরো বলেন রান্নাঘরে যাতে স্বাস্থ্য সম্মত উপায়ে রান্না করা হয় সেজন্যে মেডিকেল এবং কমার্শিয়াল টিম নিয়মিত পরিদর্শন করে।
রেলের ‘জন আহার’-এর পাশাপাশি ‘ফুড প্লাজা’ চালু হয়েছিল হাওড়া স্টেশনে। ২০১৭ সালে ২৫ আগস্ট প্লাজাটি খোলে মেসার্স রমেন ডেকা। লকডাউনে (Lockdown) বন্ধ হয়ে যায় এই ফুড প্লাজাটি। ২০২১ সালে ৬ জানুয়ারি ফের তা খোলে। এরপর সংস্থাটিকে বাড়তি জায়াগা নেওয়ার জন্য ২ কোটি ৮০ লক্ষ টাকা দাবি করে আইআরসিটিসি। এরপর সংস্থাটি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর পুনঃরায় টেন্ডার ডাকে আইআরসিটিসি। নতুনভাবে টেন্ডার নিয়ে ফের সোমবার খুলে যাচ্ছে হাওড়া স্টেশনের ফুড প্লাজা।