মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: লক্ষাধিক টাকার গয়না, প্রণামীর বাক্স-সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর থানার (Pandaveshwar Temple Theft) অন্তর্গত কুমারডিহি গ্রামের মন্দিরে। চুরির ঘটনায় আতঙ্কের চোরাস্রোত গ্রামে। গ্রামের অদূরেই রটন্তী কালী মন্দিরে (Burglary In Pandaveshwar Temple) এমন ঘটনায় সকলে খানিক অবাক-ও। কে বা কারা এমন কাজ করল?

খুঁটিনাটি...
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রয়েছে এই মন্দির। প্রত্যেক দিনের মতো, আজ, রবিবার সকালে, মন্দির পরিষ্কার করার জন্য এসেছিলেন এক মহিলা। বিষয়টি প্রথম তাঁরই নজরে আসে। লক্ষ্য করেন, মন্দিরের মূল ফটকের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেন পুরোহিত ও মন্দির কমিটির সদস্যদের। পুরোহিত অজয় মুখোপাধ্যায় পরে জানান, বেশ কয়েকবার মন্দিরের আশ-পাশে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের বেড়া তৈরি করার জন্য যে লোহার তার-সামগ্রী আনা হয়েছিল, ইতিমধ্যে সেও চুরি হয়েছে। মন্দিরের ঘাস কাটার যন্ত্রও নিয়ে গিয়েছে কে বা কারা। তাঁর দাবি, সবটাই পাণ্ডবেশ্বর থানায় জানানো হয়েছিল। কিন্তু কোনও কাজের কাজ হয়নি। রবিবার মন্দিরে, মায়ের অঙ্গে থাকা প্রায় কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার-সহ অন্যান্য সামগ্রীও চুরি যায় বলে খবর। শুধু তাই নয়। দানবাক্সটি নিয়েও চম্পট দেয় চোরের দল, দাবি মন্দির কর্তৃপক্ষের। পুরোহিতের ধারণা, আনুমানিক প্রায় হাজার পাঁচেক টাকা ছিল তাতে। স্থানীয় সূত্রে খবর, কুমারডিহির অদূরে  জঙ্গল এবং আশেপাশের এলাকায় ইদানিং জুয়ার ঠেক ও নানা মাদকদ্রব্যে আসক্তদের গতিবিধি বেড়েছে। ঠিক সে কারণেই এলাকায় চুরির ঘটনার বাড়বাড়ন্ত, মনে করছেন স্থানীয়দের একাংশ থেকে মন্দির কমিটির সদস্য়রা। 

মন্দিরে চুরি...
এ রাজ্যে মন্দিরে চুরির ঘটনা নতুন নয়। গত বছর অগাস্টে যেমন, বীরভূমের সাঁইথিয়ায় রাধাগোবিন্দ মন্দিরের তালা ভেঙে ২ লক্ষ টাকার বেশি চুরি হয়েছিল বলে অভিযোগ। গভীর রাতে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। মন্দিরের প্রণামী বাক্সে থাকা ২ লক্ষ টাকারও বেশি চুরি হয়ে যায় বলে জানান মন্দির কর্তৃপক্ষ। পর দিন ভোরে চুরির বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রামের মানুষ রাস্তা অবরোধের উদ্যোগ নিলে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত করে দোষীদের ধরার আশ্বাস দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে নারায়ণচন্দ্র দাস বৈরাগ্য জানান, সেখানে একাধিক সিসিটিভি রয়েছে। কিন্তু কিছু জায়গায় সিসিটিভি কাজ করে না। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, সেই এলাকা দিয়েই ঢুকেছিল চোর। তার পর মন্দিরের তালা ভেঙে চুরি করে। কিন্তু অন্য সিসিটিভিতে সেই চুরির ছবি ধরা পড়ে। 


আরও পড়ুন:মমতার ধর্নামঞ্চে অনুপস্থিত অভিষেক, জল্পনা বাড়াল বোন অদিতির পোস্ট