সন্দীপ সমাদ্দার, হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরবোর্ড গঠনের আগেই রক্তাক্ত হল পুরুলিয়ার ঝালদা (Jhaldah, Purulia)! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল চারবারের কংগ্রেস কাউন্সিলরের। দলের বৈঠক সেরে ফিরে আসার পরই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন কংগ্রেস নেতা। নিহত তপন কান্দু, এবারের পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন।


নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু কংগ্রেসের হয়ে জেতেন ১২ নম্বর ওয়ার্ডে। রবিবার পুরুলিয়া শহরে দলের বৈঠকে যোগ দিতে গেছিলেন তপন কান্দু। বৈঠক শেষ হওয়ার পর ঝালদায় ফিরে যান। বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। 


অভিযোগ, তখনই মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগে কংগ্রেস কাউন্সিলরের। রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। এবারের পুরভোটে ১২ ওয়ার্ডের মধ্যে ৫টি করে ওয়ার্ডে জেতে কংগ্রেস ও তৃণমূল। ২ আসন পায় নির্দল। ত্রিশঙ্কু পুরসভায় এক জয়ী নির্দল প্রার্থীর সমর্থন পেয়েছে তৃণমূল। 


এই পরিস্থিতিতে কংগ্রেস কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় তোলপাড় পড়েছে ঝালদায়। পুলিশকে কাঠগড়ায় তুলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিংহ মাহাতো বলেছেন, 'ঘটনার কাছেই ছিল পুলিশের গাড়ি। ওসির মদতেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে।'


ঝালদায় চারবার পুরভোটে জিতেছেন তপন কান্দু। একবার পুরসভার চেয়ারম্যানও হন তিনি।


অন্যদিকে আজই পানিহাটিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতার। মাথায় গুলি লেগেছিল তাঁর। সঙ্কট জনক অবস্থায় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনার প্রতিবাদে আগরপাড়ায় পথ অবরোধ তৃণমূলের।


রবিবার উত্তর ২৪ পরগনার (North 24 ParganasNews) পানিহাটিতে এই শ্যুটআউট ঘটে। স্থানীয় পার্কের কাজ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। সেই সময় দু'টি মোটর সাইকেলে চেপে এসে, তিন-চার জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনুপম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।