অর্ণব মুখোপাধ্যায়, পুরুলিয়া: কংগ্রেস (Congress Councilor Murder) কাউন্সিলর খুনে ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই (CBI)। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় সব প্রত্যক্ষদর্শী ও নিহতের এক ভাইপোকে। ব্যবহার করা হয় ডামি। সূত্রের খবর, হামলার সময় প্রত্যক্ষদর্শীরা কে, কোথায় ছিলেন তা জানতে চায় সিবিআই।


ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ঘটনার পুনর্নির্মাণ সিবিআই-এর


ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) ৩৮ দিন পর, বুধবার ঘটনার পুনর্নির্মাণ করল CBI। সব প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাইপোকে ডেকে এনে করা হল পুনর্নির্মাণ। সিবিআই-এর অফিসাররা ড্রয়িং করেন। করা হয় ভিডিওগ্রাফিও। কেন্দ্রীয় গোয়েন্দারা ডামিও ব্যবহার করেন। কথা বলা হয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। 


খুনের দিন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গে থাকা যাদব রজক, সুভাষ কর্মকারস, সুভাষ গড়াই, প্রদীপ চৌরাসিয়া এবং নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুকে নিয়ে গতকাল ঘটনাস্থলে যায় সিবিআই। ডাকা হয়, রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর এক চিকিৎসককে, যিনি ময়নাতদন্ত করেছিলেন তপনের।


আরও পড়ুন: CPIM: গণধর্ষণের অভিযোগে পথে নেমে প্রতিবাদে সরব সিপিএমের মহিলা সংগঠন। Bangla News


সিবিআই সূত্রে খবর, ১৩ মার্চ বিকেলে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে লক্ষ্য করে দু’টি গুলি ছোড়া হয়। হামলার সময় কংগ্রেস কাউন্সিলরের পাশে ছিলেন যাদব রজক। কিছুটা পিছনে ছিলেন চার সঙ্গী। মোটরবাইকে থাকা তিনজনের মধ্যে মাঝের ব্যক্তি গুলি করেন। 


প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা সিবিআই-এর


এর পর তপন কান্দুর সঙ্গী প্রদীপ চৌরাসিয়ার পা লক্ষ করে গুলি চালিয়ে, মোটরবাইক নিয়ে উধাও হয়ে যায় হামলাকারীরা। সূত্রের খবর, প্রাণঘাতী হামলার সময় প্রত্যক্ষদর্শীরা কে, কোথায় ছিলেন তা জানতে চায় সিবিআই। 


নিহত কংগ্রেস নেতার ভাইপো মিঠুন বলেন, "আমাদের নিয়ে গিয়ে দেখিয়েছে ঘটনাটা কী হয়েছিল? কীভাবে হামলা চালানো হয়।'' মেটাল ডিটেক্টর নিয়ে ঘটনাস্থলে গুলির খোলেরও খোঁজ করে সিবিআই। তবে খুনে ব্যবহৃত মোটরবাইক এবং অস্ত্র এখনও উদ্ধার হয়নি।