ঝাড়গ্রাম, অমিতাভ রথ: সুবর্ণরেখা নদীতে (Subarnarekha) মকরস্নান করতে এসে ঘটল বিপত্তি। নদীর জলে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায়। জানা গিয়েছে, সূর্য পাল নামে বছর ১৭ এর কিশোর সোমবার চার বন্ধুর সঙ্গে মকরস্নান করতে এসেছিল গোপীবল্লভপুর ২ ব্লকের কুঠিঘাটে সুবর্ণরেখা নদীর জলে। নদীর জলে স্নান করার সময় সূর্য পাল ও তার এক বন্ধু অরিন্দম ঘোষ সুবর্ণরেখার জলে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় পাশে থাকা কয়েকজন তলিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু তাদের মধ্যে একজন অর্থাৎ অরিন্দম ঘোষকে উদ্ধার করা গেলেও সূর্য পালকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াবেড়া থানার পুলিশ। শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়েছে।                                               

  


তলিয়ে গেল আরও এক যুবক: এই একই দিনে পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার বুদপুর থানার অন্তর্গত রন্ডিয়া দামোদর নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল এক যুবক। ‌ জানা গিয়েছে চার বন্ধু মিলে এসেছিল মকরস্নান করতে। বিকেল বেলায় নদীতে নামলে জলের বেগে তলিয়ে যায় একজন। পুলিশ এবং স্থানীয়বাসিন্দারা কাঁটা তার ফেলে উদ্ধার করে ওই যুবককে, শুভজিৎ বন্দোপাধ্যায় নামের বছর আঠারোর যুবকের বাড়ি স্থানীয় অমরাগড় গ্রামে বলে পুলিশ সূত্রে খবর। রনডিয়ার এই জায়গায় মাঝেমধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে, আজকে মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


ঘন কুয়াশার জেরে বিপত্তি : উল্লেখ্য, গতকাল মধ্যরাত থেকেই সাগরমেলায় (Gangasagar Mela) শুরু হয় মকর সংক্রান্তির (Makar Sankranti) শাহি স্নান। তবে শাহি স্নানের মধ্যে আবারও ঘন কুয়াশার জেরে বিপত্তি ঘটে। কুয়াশায় ছেয়ে গিয়েছিল গোটা গঙ্গাসাগর। কুয়াশার জেরে প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের সবরকম যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। বন্ধ বাস হয়, ভেসেল ও লঞ্চ পরিষেবা। মুড়িগঙ্গা নদীতে বন্ধ করে দেওয়া হয় ভেসেল। নামখানা পয়েন্টে বন্ধ করে দেওয়া হয় লঞ্চ পরিষেবা। সাগরমেলা থেকে কচুবেড়িয়ার মধ্যে বন্ধ হয় বাস পরিষেবা। কুয়াশা কাটলে তবে পুনরায় পরিবহন ব্যবস্থা চালু হয়। মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নং আটে পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা।


মকর সংক্রান্তি উপলক্ষ্যে সাগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট এইট ভিড়ে ঠাসা।  আজ দিনভর পুণ্যার্থীদের যাওয়া আসা চলবে। এদিকে, বাস, লঞ্চ ও ভেসেল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা।