বেঙ্গালুরু: প্রবল যানজট। ২০ মিনিটের দূরত্ব পেরোতেই হয়তো লেগে যায় ঘণ্টাখানেক। ভারতের একাধিক বড় শহরে ট্রাফিকের অবস্থা কার্যত এমনই। বেঙ্গালুরুর ট্রাফিক নিয়েও শোনা যায় এমনই একাধিক অভিযোগ। এবার সেই সমস্যা এড়াতে ভরসা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। 

Continues below advertisement

সম্প্রতি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ সামনে এনেছে একটি অ্য়াপ। যা আদতে AI নির্ভর। অ্যাপের না ASTraM. কী করবে এই অ্যাপ? রাস্তায় যানজটের যাবতীয় পরিস্থিতি তুলে ধরবে এই অ্যাপ। 

ASTraM এর অর্থ Actionable Intelligence for Sustainable Traffic Management app. এর মাধ্যমে রাস্তায় যানবাহনের গতিবিধি এবং যানজট সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্য পৌঁছে যাবে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের কাছে। সেই তথ্যের উপর নির্ভর করে ট্রাফিক পরিচালনা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ। 

Continues below advertisement

কোথাও যানজট তৈরি হয়েছে কিনা, কোথাও দুর্ঘটনা ঘটেছে কিনা, কোথাও বিশেষ কোনও অনুষ্ঠান রয়েছে কিনা সব তথ্য একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিমেষে চলে আসবে।  

যানজট থাকলে সতর্কবার্তা:ট্রাফিক পরিস্থিতির আপডেট নিয়ে প্রতি ১৫ মিনিটে রিয়াল টাইম অ্যালার্ট পাওয়া যাবে। এটি এমন ব্যবস্থায় তৈরি করা হয়েছে যাতে অ্যালার্টগুলি জংশন জকি এবং সেক্টর অফিসারদের কাছে পৌঁছে যাবে। 

ড্যাশবোর্ড অ্যানালেটিকস:সফটঅয়্যারের এই ফিচার ট্রাফিক পরিস্থিতি নিয়ে সবরকম তথ্য দেবে। পাশাপাশি, পথ নিরাপত্তা এবং বাহিনী কোথায় কী রয়েছে সেই নিরাপত্তাও দেবে। যানজট কতটা বেশি, কত গাড়ি এখন রাস্তায় চলছে, কোন ধরনের গাড়ি চলছে এই সব তথ্য থাকে এক জায়গায়। এই তথ্যের উপর নির্ভর করেই Data Driven সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তথ্য়ভাণ্ডার হাতে থাকলে বিশেষ সময়ে ট্রাফিক নিয়ে বিশেষ বিশেষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 

BOT ভিত্তিক ঘটনার নথিভুক্তিকরণ:যদি রাস্তায় কোনওরকম ঘটনা ঘটে থাকে। তাহলে নির্ভরযোগ্য জায়গা থেকে এই BOT-এর মাধ্য়মে সেই তথ্য় রিপোর্ট করা যাবে। ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে কোথায় হয়েছে সেই ঘটনা। খবর পেলে সহজেই বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের তরফ থেকে ওই এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া যাবে। জনসাধারণকেও জানিয়ে দেওয়া যাবে।

বিশেষ ব্যবস্থা নেওয়া যাবে:শহরে কোনও বড় অনুষ্ঠান থাকলে তার সমস্ত তথ্য এই ব্যবস্থায় থাকবে। রাস্তায় গাড়ির অবস্থা জানা যাবে, সেভাবে গাড়ি ঘুরিয়ে দেওয়া যাবে।

অ্যাম্বুল্যান্স ট্র্যাকিং সিস্টেম:আপৎকালীন পরিস্থিতি নজরে রাখার জন্য়ও ব্যবস্থা থাকছে। শহরের পথে যাতে বাধাহীন ভাবে অ্যাম্বুল্যান্স যাতায়াত করতে পারে, যানজটের ফাঁসে না ফেঁসে যায় তার জন্য নজরদারি রাখা হবে। অ্য়াপ্লিকেশনের মাধ্যমে রেজিস্টার্ড অ্যাম্বুল্যান্সগুলির উৎস থেকে গন্তব্য মনিটরিং করা সম্ভব হবে। যানজটে ২ মিনিটে অ্যাম্বুল্যান্স আটকে থাকলেই অ্যালার্ট যাবে কন্ট্রোল রুমে। এই অ্যাপের মাধ্যমেই সবচেয়ে দ্রুত যে রাস্তায় যাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হবে ওই অ্যাম্বুল্যান্সের ড্রাইভারকে।  

আরও পড়ুন: El Dorado বললেও ভুল হয় না, চাপা পড়ে গিয়েছিল আমাজনের অরণ্যে, হদিশ মিলল ২৫০০ বছরের প্রাচীন সভ্যতার