আমিতাভ রথ, ঝাড়গ্রাম: এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram) লালগড়ে। নিহতের পরিবারের অভিযোগ যে অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার দুপুরে লালগড় (Lalgarh) থানার খয়রাশুলি এলাকায় খুন করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। 


ঠিক কী হয়েছিল?


পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার নাম বাতাসী মাহাতো। জানা গিয়েছে যে, গতকাল এই মহিলা তাঁর ছাগলটি চরাতে সকালে বেরিয়ে ছিলেন। দুপুর হলেও তিনি বাড়ি ফিরে আসেন নি। এই নিয়ে পরিবারের সবার ভীষণ চিন্তা হয়। পরে  গ্রামের এক ব্যক্তির সব্জি বাগানে সেই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। দু হাত পিছ মোড়া করে বাঁধা ছিল তাঁর এবং গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানোর সাথে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ ছিল। পুলিশ খুনির খোঁজে ঘটনাস্থলে কুকুর নিয়ে তল্লাশি চালায়।তবে এখনও কেউ গ্রেফতার হয় নি। পুলিশ দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিন বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে।


মুর্শিদাবাদে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে খুন মহিলাকে


ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন এক মহিলাকে চাঞ্চল্য হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার চোয়া খাস পাড়া এলাকায়। মৃত বৃদ্ধা মহিলার নাম আঞ্জুয়ারা বেওয়া। তাঁর বয়স হেছিল ৬৪ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এভাবে নৃশংস ভাবে কে বা কারা কেনই বা মারল তা এখনও পরিষ্কার নয়। 


ঠিক কী হয়েছিল?


সূত্র মারফৎ খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে প্রতিদিনের মতো এদিন সকালেও আমবাগানে আম ও জ্বালানি কুড়োতে গিয়েছিলেন সেই বৃদ্ধা মহিলা। প্রতিদিনই তিনি সকালে গিয়ে ফের ফিরেও আসেন তাড়াতাড়ি। কিন্তু এদিন তাঁর বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে পরিবারের লোকজন খোঁজ খবর নেওয়া শুরু করেন। তারপরে আমবাগানে দেখতে পাওয়া যায় যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে।