অমিতাভ রথ, ঝাড়গ্রাম: দোতলা বাড়ি থাকা সত্ত্বেও পঞ্চায়েত (Panchayat) কর্মীর পরিবারের সদস্যের নাম উঠেছে আবাস যোজনার (Awas Yojana) তালিকায়। এবার ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। অন্যদিকে, খুদমরাই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েতে সদস্যার শ্বশুরের নাম উঠল আবাস যোজনার তালিকায়।                      

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ: একদিকে, দোতলা বাড়িতে মার্বেলের সিঁড়ি, রয়েছে মোটরবাইক, ডিশ টিভির কানেকশন, তারপরেও নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। অন্যদিকে, দেওয়ালের ভাঁজে ভাঁজে স্পষ্ট ফাটল। কোনওক্রমে ত্রিপলে ঢাকা হয়েছে দারিদ্র। কিন্তু, আবাস যোজনার তালিকায় ব্রাত্য এই আদিবাসী পরিবার। এবার ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতে কর্মরত সন্দীপ মাহাতোর মা-বাবার নামে বাড়ি হয়েছে আগেই। অভিযোগ, এবার পরিবারের আরও এক সদস্যের নাম উঠেছে আবাস যোজনার তালিকায়।  যদিও, পঞ্চায়েত কর্মীর মায়ের যুক্তি, যাঁদের নামে বাড়ি এসেছে তাঁরা আলাদা থাকেন। এখানেই শেষ নয়, পঞ্চায়েত কর্মীর স্ত্রীর নামে তিনটি জবকার্ড রয়েছে বলেও অভিযোগ। পঞ্চায়েত কর্মীর স্ত্রী মালা মাহাতো বলেন, “আমি তো জানি না, কী করে তিনটে জবকার্ড।’’

এদিকে, ক'দিন আগেই, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের শাশুড়ির নাম আবাস-তালিকায় ওঠা নিয়ে শোরগোল শুরু হয় মুর্শিদাবাদের ফরাক্কায়। আর এবার, আবাস যোজনায় তালিকাভুক্ত হয়েছে ঝাড়গ্রামের খুদমরাই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েতে সদস্যার শ্বশুরের নাম। যদিও, পঞ্চায়েত সদস্যার স্বামীর দাবি, নাম তালিকা থেকে বাদ দিতে বলেছেন তিনি। খুদমরাই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যার স্বামী নির্মল প্রতিহার বলেন, “আমার বাড়ি আছে, তাই বাবারটা বাতিল করতে বলেছি।’’ পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে উঠছে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে শুরু হয়েছে দায় ঠেলাঠেলির খেলা। জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতোর কথায়, “তৃণমূলের জন্যই হয়েছে। বদনাম করার চেষ্টা।’’ ঝাড়গ্রামের তৃণমূল নেত্রী রেখা সোরেন বলেন, “কিছু গরমিল তো হয়েছে। যে যেখানে ক্ষমতায় সেখানেই গরমিল হয়েছে।’’ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ঝাড়গ্রামের জেলাশাসক জানিয়েছেন, সমীক্ষা চলছে। সমীক্ষা শেষ হয়ে গেলে পুরো বিষয়টি বোঝা যাবে।

আরও পড়ুন: Kolkata News: বেতন বৃদ্ধির দাবি, লালবাজার অভিযানে বাম শ্রমিক সংগঠন