অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বাংলায় অমিত শাহর (Amit Shah) সফরের মধ্যেই ঝাড়গ্রামে (Jhargram) পদত্যাগ (resignation) করলেন ৮০ জন বিজেপি (BJP) নেতা, কর্মী। না জানিয়ে জেলা কমিটিতে রাখার অভিযোগ তুলে ইস্তফা দিলেন ১৬ জন বিজেপি নেতা। বিজেপি সূত্রে খবর, পদত্যাগপত্র পেলে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে কথা বলা হবে।


বঙ্গে অমিত শাহ, তার মধ্যেই ৮০ বিজেপি নেতা-কর্মীর পদত্যাগ


অমিত শাহের বঙ্গ সফরের দিন ঝাড়গ্রামে বিজেপির গণ-ইস্তফা। একসঙ্গে পদত্যাগ করলেন বিজেপির ৮০জন নেতা-কর্মী। 


নতুন কমিটি গঠন নিয়ে জেলায় জেলায় ছড়িয়েছে বিজেপির অসন্তোষ। এই প্রেক্ষাপটে অমিত শাহের সফরের মধ্যে ঝাড়গ্রামে মাথাচাড়া দিল বিজেপির ক্ষোভ। মাস খানেক আগে বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটি তৈরি হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নতুন কমিটির ৬০ জনের মধ্যে ১৬ জন সদস্যই পদত্যাগ করলেন। 


ঝাড়গ্রামের পদত্যাগী বিজেপি নেতা বিহারি সহিসের কথায়, 'আমাদের না জানিয়ে জেলা কমিটিতে রাখা হয়েছে। না জানিয়ে যেহেতু রাখা হয়েছে তাই পদ থেকে ইস্তফা দিলাম।'


ইস্তফা দেওয়া পদাধিকারীদের মধ্যে কেউ কেউ বিজেপির মণ্ডল সভাপতি, কেউ বুথ সভাপতি। পদত্যাগীদের অভিযোগ, দুঃসময়ে পাশে দাঁড়ায়নি বিজেপি নেতৃত্ব।
 
ঝাড়গ্রামের অপর পদত্যাগী বিজেপি নেতা চন্দ্রশেখর প্রতিহার বলেন, 'এই নেতৃত্ব কোনও কেস, মামলায় সাহায্য করছে না। আমাদের পাশে দাঁড়াচ্ছে না। তার জন্য এই নেতৃত্বের সঙ্গে কাজ করতে পারব না। কোনও পদে থাকতে চাইছি না। '


বিজেপি জেলা কমিটির সদস্য সুশীল মাহাতো জানিয়ছেন, কোনও নেতার পদত্যাগপত্র তাঁদের কাছে আসেনি। এলে সবার সঙ্গে কথা বলা হবে। আর এই নিয়ে বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 


আরও পড়ুন: Pashchim Medinipur: অসহ্য গরমে টানা ৬ দিন নেই বিদ্যুৎ সংযোগ, প্রশাসনকে জানালেও হয়নি সুরাহা


বিজেপি নেতাকর্মীদের পদত্যাগ ঘিরে শুরু তৃণমূল-বিজেপি তরজা


গোটা ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল (TMC)। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য রেখা সোরেনের মন্তব্য, 'বিজেপির যা সংস্কৃতি তাতে কেউ থাকতে পারে না। যেভাবে জনবিরোধী নীতি নিচ্ছে তাতে কেউই থাকবে না।'


নেতৃত্বের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করে মাস দুয়েক আগে ঝাড়গ্রামে বিজেপির অফিসে তালা ঝুলিয়ে দেন দলেরই একাংশ। এই প্রেক্ষাপটে অমিত শাহের বঙ্গ সফরের দিনে ঝাড়গ্রামেই  ৮০ জন বিজেপি নেতা-কর্মী পদত্যাগ করলেন।