আবির দত্ত, কলকাতা: ঝাড়গ্রামে মৃত চিকিৎসকের (Jhargram Doctor Death) ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, শরীরে কিছু ঢোকানো হয়েছে। যার কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর। ডাক্তারের হোয়্যাটসঅ্যাপে থ্রেট কালচারের উল্লেখে রহস্য ঘনীভূত।
শনিবার আর জি কর-কাণ্ডের তিন মাস পূর্ণ হবে। তার ঠিক দু'দিন আগে, ফের তোলপাড় ফেলল এক চিকিৎসকের রহসমৃত্য়ু। আর ঝাড়গ্রামে নিহত এই চিকিৎসকের একটি হোয়াটসঅ্য়াপ মেসেজে উঠে এসেছে থ্রেট কালচারের প্রসঙ্গ। যা নিয়ে সরব হয়েছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। তবে চিকিৎসকের মৃত্য়ুতে রহস্য় বাড়িয়েছে আরেকটি হোয়াটসঅ্য়াপও। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শরীরে কিছু ঢোকানো হয়েছে, যার কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর, তার থেকেই মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম মেডিক্য়াল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দীপ্র ভট্টাচার্যর। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন। এই ফোনেই কি লুকিয়ে রয়েছে রহস্যের চাবিকাঠি? খতিয়ে দেখছে পুলিশ। গতকাল ঝাড়গ্রামের একটি লজ থেকে অ্যানাস্থেটিস্ট দীপ্র ভট্টাচার্যর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বাইরে থেকে দেহে আঘাতের চিহ্ন মেলেনি। দেহের পাশে পড়ে ছিল একটি সিরিঞ্জ ও অ্য়ানাস্থেশিয়ার ওষুধ। মৃত্য়ুর আগে, অ্য়ানাস্থেটিস্ট হোয়াটসঅ্য়াপ গ্রুপে পাঠানো মেসেজে থ্রেট কালচার নিয়ে সরব হয়েছিলেন ওই চিকিৎসক। আবার স্ত্রীকে পাঠানো মেসেজে উঠে এসেছে, তাঁকে না ভালবাসতে পারার কথা। রহস্য বাড়িয়েছে এই দুটি মেসেজ।
বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি বেসরকারি লজ থেকে উদ্ধার হয় চিকিৎসক দীপ্র ভট্টাচার্যর মৃতদেহ। তিনি ঝাড়গ্রাম মেডিক্য়াল কলেজের অ্য়ানাস্থেশিস্ট। লজে পেইং গেস্ট হিসেবে থাকতেন। মৃতদেহের পাশে পড়ে ছিল একটি সিরিঞ্জ, ও অ্য়ানাস্থেশিয়ার ওষুধ। সেই ওষুধ নিজের শরীরে ইনজেক্ট করে, দীপ্র আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান। মৃত্য়ুর আগে দীপ্র অ্য়ানাস্থেশিষ্টদের হোয়াটসঅ্য়াপ গ্রুপে একটি মেসেজ পাঠিয়েছিলেন বলে চিকিৎসকদের একাংশের দাবি। যেখানে তিনি লেখেন, 'সরকারের রোষ থেকে বাঁচতে যারা থ্রেট কালচারকে সমর্থন করেছেন, দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, তাদের ধিক্কার। সত্য়ের জন্য় লড়াই চালিয়ে যাওয়া ছাত্রদের যারা এখনও হুমকি দিচ্ছে, তাদেরও ধিক্কার। অদূর ভবিষ্য়তে কেউ যদি উত্তীর্ণ হতে না পারে এবং তোমাদের হুমকির মুখে পড়ে, সে বিভাগীয় প্রধানই হোক বা ফ্য়াকাল্টি, আমার আত্মা তোমাদের পিছু ছাড়বে না, তোমাদের টুকরো টুকরো করে দেবে। তোমরাই হাজার হাজার তরুণ ডাক্তারের অবসাদ, দুশ্চিন্তা, আশাভঙ্গের জন্য় দায়ী। যারা রোজ দেখছে, এই সমাজে দুষ্টরা কীভাবে পূজিত হয়।' নিহত চিকিৎসক দীপ্রর ফোন থেকে আরও একটি হোয়াটসঅ্য়াপ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি যেটি মৃত্য়ুর আগে তিনি স্ত্রীকে পাঠিয়েছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nadia Awas Scam: আবেদন করেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, কবে মিলবে বাড়ি? উঠছে প্রশ্ন