মনোজ বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রাম: দলছুট হয়ে লোকালয়ে হাতি (Elephant Rampage)। তাতে আতঙ্ক ছড়াল কাঁকসার গোপালপুরে। সন্ধের অন্ধকারে গ্রামে তাণ্ডব চালায় হাতিটি। চারচাকার গাড়িতেও আঘাত হানে। তাতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দফতরের (Forest Department) তরফে নজরদারি চালানো হচ্ছে সেখানে। 


রাতভর হাতির তাণ্ডব লোকালয়ে


ঝাড়গ্রামের (Jhargram News) পুকুরিয়া, ঢোলাকাট-সহ একাধিক গ্রামে তাণ্ডব চালিয়েছে হাতিটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলছুট হয়ে শুক্রবার সন্ধেয় আচমকাই গোপালপুর এলাকায় ঢুকে পড়ে হাতিটি। তার পর শুরু হয় তাণ্ডবলীলা। গোপালপুরের এক বাসিন্দার বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাচও হাতিটি ভেঙে দেয় বলে জানা গিয়েছে। 


এলাকাবাসী জানিয়েছেন, সন্ধে থেকে শুরু হয় তাণ্ডব। রাতভর একাধিক গ্রামে দাপিয়ে হাতিটি। তাতে আতঙ্কে ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। বন দফতরের কর্মীরা আসার আগেই সকালে সে নিজেই জঙ্গলে ফিরে যায় বলে জানা গিয়েছে। তবে এলাকায় মোতায়েন রয়েছেন বনদফতরের কর্মী-আধিকারিকরা। 


আরও পড়ুন:

Weather Update: আগামী ৪ দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের


দুই জেলায় হাতির তাণ্ডব। ঝাড়গ্রামের পুকুরিয়া, ঢোলাকাট-সহ একাধিক গ্রামে রাতভর দাপিয়ে বেড়ায় একটি দলছুট দাঁতাল। আতঙ্কে ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। বন দফতরের কর্মীরা আসার আগেই সকালে নিজেই জঙ্গলে ফিরে যায় হাতি।অন্যদিকে, গতকাল সন্ধেয় পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরেও তাণ্ডব চালায় একটি হাতি। ভেঙে দেয় রাস্তায় দাঁড় করানো গাড়ির কাচ। বন দফতর সূত্রে খবর, বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে কাঁকসায় ঢোকে দাঁতালটি। এলাকায় রয়েছেন বন দফতরের কর্মীরা। হাতির সন্ধান মেলেনি। 


হাতি 'অত্যাচারে' এলাকায় নজরদারি বন দফতরের


বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটি বাঁকুড়া থেকে দামোদর নদ পার করে শুক্রবার কাঁকসায় ঢুকে পড়ে। কিন্তু এ দিন সকাল থেকে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও হাতিটির কোনও খোঁজ পাওয়া যায়নি। এলাকায় নজরদারি চালাচ্ছে বন দফতর।