শালবনি: 'কুড়মিদের (Kurmi) নাম করে বিজেপির (BJP) স্লোগান দিয়ে, তারাই অত্যাচার করেছে' দাবি মুখ্যমন্ত্রী মমতার। গতকাল অভিষেকের (Abhishek Banerjee) কনভয়ে হামলার পর আজ শালবনির সমাবেশে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়েই এ প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন বিক্ষোভ প্রসঙ্গে মমতা বলেন, 'মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে। আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে বিজেপি, অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল, অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়। আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি'। 


নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন মমতা: আজ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নবজোয়ার যাত্রার দশম দিনে মালদার ইংরেজবাজারে যৌথ সভা করেন মমতা ও অভিষেক। এর পর নবজোয়ারের ৩১ তম দিনে ফের মমতা ও অভিষেক একসঙ্গে সভা করেন। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে শালবনিতে বললেন মমতা। এদিকে, হামলার ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বে একমত হয়েও সিবিআই তদন্তের দাবি তোলা হল কুড়মিদের তরফে। 


মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে পা রাখার ঠিক আগে, শুক্রবার, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়েছে কুড়মি বিক্ষোভ। ওঠে চোর স্লোগান। এরপর লোধাশুলি থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে কার্যত হুঙ্কার শোনা যায় অভিষেকের গলায়। 


নেপথ্য়ে আসলে কারা? কুড়মি আন্দোলনকারীরাও হামলার নেপথ্য়ে তাদের কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন! কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল,তারা দাবি করলেন, এটা ষড়যন্ত্র এবং আরও ইঙ্গিতপূর্ণ বিষয় হল, হামলার নেপথ্য়ে কে আছে, তা খুঁজে বের করতে তাঁরা সিবিআই তদন্ত চাইলেন। 


দাবিদাওয়া নিয়ে কুড়মিদের বিক্ষোভ এই প্রথম নয়।  ১৭ মে, বাঁকুড়ার সিমলাপালে শুভেনদু অধিকারীর কনভয় দাঁড় করিয়ে দাবিদাওয়া জানিয়েছিলেন কুড়মি আন্দোলনকারীরা। ওই দিনই, কুড়মিদের প্রসঙ্গে করা মন্তব্যের প্রতিবাদে, খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোয় চড়াও হন কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। সেই দিনই আবার, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় কুড়মি সমাজের প্রতিনিধিদের। কুড়মিদের তফশিলি জাতিভুক্ত করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার আশ্বাস দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। 


আরও পড়ুন: NRC : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বঙ্গ রাজনীতিতে ফের 'এনআরসি', আক্রমণ মমতার, পাল্টা শুভেন্দুর