কলকাতা : গ্রাম-বাংলার নির্বাচন ঠিক কবে হবে, তা নিয়ে নিশ্চয়তা মেলেনি এখনও। তবে আগামী জুলাই মাসের মাঝামাঝি রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) হতে পারে বলেই কয়েকটি মহলের খবর। ইতিমধ্যে নবজোয়ার যাত্রার মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, যাত্রা থামলেই বঙ্গে বাজবে নির্বাচনের দামামা। এর মাঝেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের একবার রাজনৈতিক দলগুলির বক্তব্যে সামনে উঠে এল এনআরসি (NRC) প্রসঙ্গ।


শালবনিতে বক্তব্য রাখার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও মানিকচকের সভা থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্যে উঠে এল এনআরসি প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শালবনিতে তৃণমূলের নবজোয়ার যাত্রায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখার মাঝে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। যেখানে তৃণমূল নেত্রীর কথায় উঠে আসে NRC প্রসঙ্গও।


শালবনির সভায় এনআরসি প্রসঙ্গ তুলে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি দিয়ে টাস্ক ফোর্স করতে বলছে। আমাকে বলছে, তুমিই একমাত্র টাস্ক ফোর্স করোনি। আমি টাস্ক ফোর্স করলে তাকে কাজে লাগাবে বাড়ি বাড়ি ঘুরে কে কোন সম্প্রদায়ের মানুষ খুঁজে দেখতে। ওদের তালিকা থেকে হিন্দু, মুসলমান, মতুয়া, শিখ কেউ বাদ যায়নি। আগুন লাগালে সবার ঘরে লাগে, তাই আগুন লাগাতে নেই'। পাল্টা মালদার মানিকচকের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, 'শুধু সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছে তৃণমূল। বলে রাখতে চাই, যেই হোন না কেন, কাঁটাতারের বেড়া পেরিয়ে এলে ফিরে যেতে হবেই'।


আরও পড়ুন- 'পাড়ায় পাড়ায় শুধু মদের, লটারির দোকান', তৃণমূল মানে চোর, আক্রমণ শুভেন্দুর


এদিকে, শুধু এনআরসি-ই নয় মমতা বন্দ্যোপাধ্যায়শুভেন্দু অধিকারী দু'জনের মন্তব্যেই উঠে এসেছে কুড়মি-আদিবাসী প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেছেন কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে পয়সা নিয়ে নেমেছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও কার্যত একই অভিযোগ শানিয়েছেন তৃণমূলের দিকে। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে জাতি-বিভেদ তৈরি করার অভিযোগ উঠে এসেছে তাঁর মুখেও। পাশাপাশি সিপিএমকে আক্রমণ শানিয়েছেন দু'জনই। বামপন্থীদের যেমন বিজেপির সঙ্গে একাসনে বসিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা। উল্টোদিকে শুভেন্দু তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি দাবি করে বাম জমানার সময়ের প্রসঙ্গ টেনে এনেছেন।


আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই