অমিতাভ রথ, ঝাড়গ্রাম: শালবনির পর বেলপাহাড়ি। ফের পোস্টার পড়ল মাওবাদীদের নামে। তা নিয়ে চাপা আতঙ্কের মধ্যেই পুরভোটে তৃণমূলের প্রচার কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে ঝাড়গ্রামে। ছত্রধর মাহাতোর স্ত্রী সহ এক প্রাক্তন মাওবাদী নেতাকে রাখা হয়েছে প্রচার কমিটিতে। তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আমল দিতে নারাজ শাসক শিবির।


পুরভোটের মুখে রাজ্যের জঙ্গলমহলে কি তৎপরতা বাড়াচ্ছে মাওবাদীরা? ফের এই প্রশ্ন উঠছে মাওবাদীদের নামে একের পর এক পোস্টারকে ঘিরে!  শুক্রবার সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ির লাকাইসুনি এলাকা থেকে উদ্ধার হয়েছে মাওবাদীদের নামে দেওয়া হাতে লেখা পোস্টার। পোস্টারে সরকারি প্রকল্পে  দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশরাজ খতম করে কৃষকরাজ কায়েম করার ডাক দেওয়া হয়েছে। 


রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে হুমকি দিয়ে মঙ্গলবার মাওবাদীদের নামে পোস্টার পড়ে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে।মাওবাদী আতঙ্ক ফিরে আসার জল্পনার মধ্যেই ঝাড়গ্রাম পুরসভায় তৃণমূলের প্রচার ও প্রস্তুতি কমিটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের ওই  প্রচার কমিটিতে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতোকে রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী পর্যবেক্ষক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, সমাজের মূল স্রোতে ফেরা প্রাক্তন মাওবাদী নেতা নরেন মাহাতোকে, যিনি বর্তমানে ঝাড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি। 


আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক ও সিপিএম নেতা খুনে অভিযুক্ত ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো ঝাড়গ্রাম জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী।  তিনি জানিয়েছেন, আমাকে বিভিন্ন ওয়ার্ডে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।


বিষয়টিকে ইস্যু করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অশোক মোহান্তি বলেছেন, তৃণমূলের কমিটিতে জঙ্গলমহলের এক সময়ের ত্রাসদের জায়গা। তাদের সামনে রেখে বাজিমাতের চেষ্টা।


পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দে বলেছেন, (আমি মনে করি আগামী দিনে ঝাড়গ্রামে মাওবাদী উৎপাত আবার বাড়বে।
১০ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী প্রতীক মৈত্র বলেছেন, পুরসভা তো শহরের ভোট। লালগড়, বিনপুর থেকে সদস্য কেন। তাহলে কী শহরের মানুষের ওপর আস্থা নেই।


যদিও শাসক শিবির এই অভিযোগে আমল দিতে নারাজ। জেলা তৃণমূল সভাপতির বক্তব্য, বিরোধীরা তাঁদের মতো করে অভিযোগ করবেন। ছত্রধর মাহাতো, নিয়তি মাহাতো সহ যাঁদের কথা বলা হচ্ছে সবাই দলের অংশ। দলের কাজেই তাঁদের লাগানো হচ্ছে।