অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের মানিকপাড়াতে হনুমানের আতঙ্কে গোটা এলাকার মানুষ। গত কয়েক দিনে মোট ৫ জন গুরুতর আহত। হনুমানের কামড়ে প্রথম জখম হলেন এক শিক্ষক। মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের ক্লাস চলাকলীন ঘটনাটি ঘটেছে। 

আরও পড়ুন, 'কলেজে কলেজে মনোজিৎ মডেল..', 'ভাইপো গ্যাংয়ের' গ্যালারি প্রকাশ শুভেন্দুর ! কাদের ছবি সামনে আনলেন বিরোধী দলনেতা ?

হনুমানের হামলায় জখম শিক্ষক, নেওয়া হল হাসপাতালে

স্কুলে দিন ক্লাস চলাকালীন অষ্টম শ্রেণির রুমে প্রবেশ করে একটি হনুমান। সেখানে ক্লাস করাচ্ছিলেন সংস্কৃতের শিক্ষক গোবর্ধন ভূঁইয়া। টেবিলে বসে আচমকা শিক্ষকের গালে কামড় দেয় হনুমানটি। হনুমানের হামলায় জখম হন ওই শিক্ষক। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে অন্য শিক্ষকরা স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

'হনুমান ধরার জন্যে স্কুলে একটি খাঁচা পাতা হয়েছে'

স্কুল চত্বরে একটি বটগাছে ৮-১০টি হনুমান রয়েছে বেশ কয়েকদিন ধরে।এই এলাকায় বিভিন্ন সময় কখনও বাজার কখনও পথ চলতি মানুষের উপর আক্রমণ করছে। আতঙ্কিত সকলে। বনদপ্তরে তরফে হনুমান ধরার জন্যে স্কুলে একটি খাঁচা পাতা হয়েছে। কিন্তু বন দপ্তরের তরফে আর কোনও ব্যবস্থা নেই হনুমানগুলিকে অন্যত্র ফেরানোর ও  নজরদারি রাখার, জানিয়ে ক্ষোভ স্থানীয় মানুষের। স্কুলে আসা ছাত্রছাত্রী শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরাও আতঙ্কে স্কুলে আসছেন। এই বিষয়ে জেলা শাসক বলেন, 'বন দফতরকে বলব দ্রুত ব্যবস্থা নিতে। '