ঝাড়গ্রাম : জঙ্গলমহলে (Junglemahal) ফের মাও-আতঙ্ক। এবার তৃণমূল নেতাদের (TMC Leaders) হুঁশিয়ারি দেওয়া মাওবাদী পোস্টার উদ্ধার হল। ঝাড়গ্রাম শহর (Jhargram Town) সংলগ্ন মানিকপাড়া এলাকায় মিলল পোস্টার। তাতে লেখা রয়েছে, "এতদিন তৃণমূল খেলেছে জনগণের সঙ্গে। এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারগুলি তুলে নিয়ে গিয়েছে পুলিশ। গত কয়েকদিন ঝাড়গ্রামের বিভিন্ন অংশে দেখা গিয়েছে মাও পোস্টার।
এদিকে আজই ঝাড়গ্রামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তাঁকে ভর্তি করা হয়েছে মোহনপুর গ্রামীণ হাসপাতালে। গোপীবল্লভপুর থেকে লোধাশুলি যাওয়ার পথে জাতীয় সড়কে গুলি চলে। গুলিবিদ্ধের কাছ থেকে বাইক ও টাকা-পয়সা ছিনতাই করে দুষ্কৃতীরা। তবে, এই গুলিচালনার সঙ্গে মাও যোগ নেই বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
আরও পড়ুন ; গড়বেতায় মাওবাদীদের নাম লেখা পোস্টার! পিছনে কারা? খুঁজছে পুলিশ
গত বৃহস্পতিবার সকালেও গড়বেতা থানার গনগনি এলাকায় মাওবাদীদের নাম লেখা পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়।
কী দাবিতে পোস্টার ছিল ?
আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করার দাবি তোলা হয় ওই পোস্টারে। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার জানান, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে।
জারি হাই অ্যালার্ট:
মাওবাদী নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বুধবারই সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন, জঙ্গলমহল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, চলছে নাকা তল্লাশি। এরই মধ্যে নতুন করে পোস্টার উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।
জঙ্গলমহলে ফের মাওবাদী?
এর আগে একাধিকবার জঙ্গলমহলের নানা জায়গায় মাঝেমধ্যেই মাওবাদী পোস্টার পাওয়া যায়। এই মাসেই বাঁকুড়ার বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে সাঁটানো ছিল পোস্টার। দুষ্কৃতীদের রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে, এমন অভিযোগ তুলে তার প্রতিবাদে সম্প্রতি বাংলা বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। সেই বনধের সমর্থনে বেশ কিছুদিন ঝাড়গ্রাম ও বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে।