আবীর দত্ত, আসানসোল: আসানসোলে (Asansol) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রীকে থানায় তলব করা হল। তাঁকে তলব করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।


আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তলব চৈতালিকে


আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে থানায় তলব করা হল। আগামীকাল বিজেপি (BJP) কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে তলব করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। চৈতালিকে অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় নথি আনতে বলা হয়েছে বলে খবর সূত্রের।


১৪ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। ঘটনায় এরপর তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ঘটনায় শুরু হয়েছে দায় ঠেলাঠেলিও। আর যার পরই সামনে উঠে আসে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, ব্যারিকেড ভাঙতেই হুড়োহুড়ি শুরু হয়। এদিকে, পদপিষ্ট হয়ে শিশু, মহিলা-সহ ৩ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে পুলিশ।                                                                                              


যে প্রশ্নগুলো উঠে আসে তার প্রথম, হাজার হাজার মানুষের ভিড়, তাও কেন সংকীর্ণ বাঁশের ব্যারিকেড? দ্বিতীয় প্রশ্ন, কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রচুর জমায়েত, কেন ছিল না অ্যাম্বুল্যান্স? তৃতীয় প্রশ্ন ওঠে, হাজার হাজার মানুষের জমায়েত? কেন ছিল না পুলিশ?                                                                                                              


আরও পড়ুন: Coochbehar: চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, শহরে বিলি লিফলেট


এদিকে, মৃত ঝালি বাউড়ি আসানসোলের কাল্লার বাসিন্দা। চাঁদমণি দেবী ও ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়। পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন। কম্বলের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি, জায়গা ছোট। এই ধরণের অনুষ্ঠানের পরিকল্পনা করাই ঠিক হয়নি। প্রতিক্রিয়া তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ের।