কলকাতা : পাড়ার চায়ের দোকানে গরম চায়ে চুমুক দিতে দিতে হারুদা বাবুনকে বলছিলেন, ভাবছি এবার জমির মিউটেশন ফর্মটা দুয়ারে সরকার থেকে তুলে নেব। কবে হবে জানিস ? আর কোথায়ই বা হবে ? প্রশ্ন শুনে মাথা চুলকে বাবুনের উত্তর, না গো, ঠিক জানা নেই। হতাশ মুখে হারুদা যখন ভাবছেন আর কার থেকে বিষয়টা জানবেন, ঠিক তখনই গোপীদা এলেন চা খেতে। রাস্তাও দেখিয়ে দিলেন হারুদাকে। আপনাদেরও যাদের হারুদার মতো দুয়ারে সরকারের ক্যাম্পের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের জন্য রাস্তা এবিপি লাইভে। কারোর কাছে না গিয়ে স্রেফ স্মার্টফোনেই দেখে নিতে পারবেন, আপনার দুয়ারে সরকার কোথায় আর কবে ? আর হ্যাঁ, এটা তো সবাই জানেন, দুয়ারে সরকারে মেয়াদ আরও একমাস বেড়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের পরিষেবা পাওয়া যাচ্ছে।
আপনার এলাকায় সরকার নির্দিষ্ট দিনে ও সরকার নির্দিষ্ট স্থানে হাজির হয়ে পরিষেবা দিচ্ছেন আধিকারিকরা। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত চারবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম দফার পরিষেবা প্রদান শুরু হয়েছে ইতিমধ্যেই। নভেম্বরের এক তারিখ থেকে। এখনও অবধি ক্যাম্প করা হয়েছে তিন লাখ বাষট্টি হাজার পাঁচশো পঁচানব্বইটি। নানাবিধ সরকারি পরিষেবা নিয়ে এসেছেন ন কোটিরও বেশি মানুষ, তথ্যসূত্র - (ds.wb.gov.in)। তবে ক্যাম্প কোথায়, কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও যাঁদের রয়েছে , তাঁরা অনায়াসেই নিজ নিজ এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পের ঠিকানা খুঁজে বের করে ফেলতে পারবেন। অনলাইনে রয়েছে এই সুবিধা।
কীভাবে নিজেই জেনে নিতে পারবেন কোথায়, কবে ক্যাম্প
- ds.wb.gov.in-দুয়ারে সরকারের সরকারি ওয়েবসাইট এটি। ক্লিক করুন।
- পাতার ডানদিকে সিটিজেন কর্নার পাবেন। সেখানে Find Your Camp - অংশে ক্লিক করুন।
- এরপর যে পাতাটি খুলবে, সেখানে নিজের জেলা সিলেক্ট করুন।
- পরে ব্লক/লোকাল বডি অংশে যান।
- সেখান থেকে গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড সিলেক্ট করে নিন।
- দেখবেন, আপনার এলাকার ক্যাম্পের তারিখ এবং ক্য়াম্প কোথায় হবে সামনে চলে আসবে। লিখে নিন। আর সেইমত সকাল সকাল নির্দিষ্ট দিনে পৌঁছে যান ক্যাম্পে।
এবার একনজরে কোন কোন পরিষেবা মূলত পাবেন দুয়ারে সরকারে
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC, ST, OBC-দের জন্য জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড. ব্যাঙ্ক সংক্রান্ত যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লিঙ্ক করা. আধার কার্ড সংক্রান্ত পরিষেবা, বিনামূল্যে, সামাজিক সুরক্ষা যোজনা , প্রতিবন্ধী শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, KCC (কৃষি), KCC (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতি/হস্তশিল্পীদের ক্রেডিট কার্ড, SHG ক্রেডিট লিঙ্কেজ , কৃষি পরিকাঠামোগত ফান্ড, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, পাট্টার জন্য আবেদন বিদ্যুতের নতুন কানেকশন ইত্যাদি।
আরও পড়ুন : আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না? কী জানালেন মুখ্যমন্ত্রী
তথ্যসূত্র - (ds.wb.gov.in)