সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্য পুলিশের (West Bengal Police) কনস্টেবলের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে মিছিল করলেন চাকরিপ্রার্থীরা (Job Seeker)। তাঁদের দাবি, পরীক্ষায় উত্তীর্ণ হলেও ১৬০০ জন এখনও নিয়োগপত্র পাননি। এদের দ্রুত নিয়োগের দাবিতেই এই মিছিল। 


চাকরির দাবিতে ফের পথে নামলেন হবু পুলিশকর্মীরা। বুধবার শিয়ালদা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০২০ সালে ৮ হাজার ৬৩২ টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২২-এর মে মাসে পরীক্ষাও শেষ হয়। কিন্তু পদ খালি থাকা সত্ত্বেও এখনও ১ হাজার ৬০০ জন উত্তীর্ণের নিয়োগ হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের।         


এ দিন, ধর্মতলা ওয়াই চ্যানেলে বসে বিক্ষোভ দেখান কনস্টেবল (Police Contable) পদে চাকরিপ্রার্থীরা। মে মাসে, সাংবাদিক বৈঠক করে ৩ মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ সম্পূর্ণ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 


চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্য পুলিশে এখনও প্রায় ৬০ হাজার শূন্য়পদ রয়েছে। নিয়োগ থেকে শুরু করে ডিএর দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক, সরকারি কর্মচারীরা।আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে থাকার কথা, এবার হকের চাকরির দাবিতে তাঁদেরও রাস্তায় নামতে হল। দাবি পূরণ না হলে আদালতের দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।                                            


বিজেপির মিছিল: অন্যদিকে পঞ্চায়েত ভোট-সন্ত্রাস, নির্বাচন ও গণনায় কারচুপির অভিযোগে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করে বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতৃত্বের এই মিছিলে সামিল হওয়ার কথা। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে রানি রাসমণি রোডে শেষ হবে মিছিল। দুপুর ১টা নাগাদ বিজেপি কর্মী, সমর্থকদের কলেজ স্কোয়ারে জড়ো হতে বলা হয়।  পুলিশের অনুমতি না মিললেও মিছিল হবেই বলে গতকালই জানিয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব।                             


 আরও পড়ুন: Nandigram: তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার ভিলেজ পুলিশ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial