ম্যাঞ্চেস্টার: অ্যাশেজের (Ashes 2023) চতুর্থ টেস্ট শুরু হয়ে গেল আজ থেকে। ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes)। যদিও এই সিদ্ধান্ত কতটা সফল হবে তা হয়ত সময়ই বলবে। তার কারণ ওল্ড ট্র্য়াফোর্ডে যেখানে খেলা হচ্ছে, সেই মাঠে এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া দল কখনও ম্যাচ জিততে পারেনি। সেক্ষেত্রে বলা ভাল স্টোকস কিন্তু একপ্রকার রিস্কই নিলেন। তবে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত খেলার যা গতি প্রকৃতি তাতে ইংল্যান্ড ২ উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার। ফিরে গিয়েছেন ২ ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা।
এদিন অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর পর অজিদের হয়ে ওপেনে নেমেছিলেন খাওয়াজা ও ওয়ার্নার। খাওয়াজা চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিন্তু এই ম্যাচে তিনি প্রথম ইনিংসে রান পেলেন না। মাত্র ৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন খাওয়াজা। স্টুয়ার্ট ব্রডের বলে লেগবিফোর হয়ে যান তিনি। ডেভিড ওয়ার্নার আরও একবার ভাল শুরু করেও বড় রান পেলেন না। ৩২ রানের মাথায় তাঁকে ডাগ আউটের রাস্তা দেখান ক্রিস ওকস।
চলতি অ্যাশেজের প্রথম ২ টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বাজবল থিওরি নিয়েও প্রশ্ন উঠেছিল। দ্রুত ডিক্লেয়ার দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল স্টোকস ও ম্য়াকালামকে। তৃতীয় টেস্টে অবশ্য জয় ছিনিয়ে নেয় ইংরেজ বাহিনী। ব্যবধান কমায় তারা।
এশিয়া কাপে কোথায় ভারত-পাক মহারণ?
বিশ্বকাপের আগেই ভারত-পাক মহারণ। এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্ট। আর সেখানেই রোহিত শর্মা ও বাবর আজমের দল মুখোমুখি হতে চলেছে। আগামী ২ সেপ্টেম্বর ২২ গজে নামতে চলেছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজিত হবে এই খেলা।
এর আগে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দল পাঠাতে চায়নি ভারতে। তারপরই টুর্নামেন্টের ভেন্য়ু বদলে শ্রীলঙ্কায় নিয় যাওয়া হয়। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেপ্টেম্বরের ৪ তারিখ ২ দল মাঠে নামবে। ৩০ আগস্ট নেপাল বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই। মুলতানে হবে এই খেলা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রস্তাব মেনে নিয়ে হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ (Asia Cup)।