কলকাতা: সল্টলেকের করুণাময়ীতে ২০১৪-র উচ্চ প্রাথমিকের (Upper Primary) চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের।টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের ভ্যানে তোলে পুলিশ। অবিলম্বে প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান ২০১৪-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, দলীয় আনুগত্যই কি বাংলার শিক্ষার মাপকাঠি? চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছাপ্রকাশ করেছেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অন্যদিকে, হকের চাকরির দাবিতে ৭৩৮ দিন ধরে পথে বসে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা।                         

  


SSC ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার: টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে, প্রিজন ভ্য়ানে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, একজনকে চেপে ধরে বাসে তুলছে ৩ পুলিশকর্মী। পুলিশি ধরপাক়ড়ের হাত থেকে রেহাই নেই মহিলাদেরও। আন্দোলনকারীদের দাবি, ২০১৪-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।  ২০১৫-এ পরীক্ষা হয়। ২০১৬-এ রেজাল্ট বেরোয়। এরপর ২ বার ইন্টারভিউ-ও হয়েছে। কিন্তু ৯ বছরেও প্রকাশিত হয়নি মেধাতালিকা। চাকরিপ্রার্থীদের দাবি, হাইকোর্ট মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিলেও, স্কুল সার্ভিস কমিশন তা করেনি। এনিযে বিভিন্ন মহলে ঘুরেও কোনও লাভ হয়নি।  অধরাই রয়ে যায় চাকরিপ্রার্থীদের দাবি। এই পরিস্থিতিতে, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের দফতর, আচার্য সদন অভিযানের ডাক দেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনে জড়ো হন তাঁরা। কিন্তু অভিযানের আগেই শুরু হয় পুলিশি ধরপাকড়।


আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বলেন, “৯ বছরে প্য়ানেলটাই প্রকাশ করতে পারল না। অপদার্থ সরকার। অপদার্থ কমিশন। চেয়ারে বসে আছে কেন? পুলিশকে কাজে লাগিয়ে নিয়োগ আটকানোর বাহানা করছে সরকার। আমরা কোনওভাবেই থামন না। এই পুলিশ সরকারের দালালি করছে। নির্লজ্জ পুলিশদেরকে ধিক্কার। আপনারা DA মঞ্চে যান। আপনাদের লড়াই লড়ুন। আমাদের স্বচ্ছ নিয়োগের দাবি থামাতে পারবেন না।’’

যদিও SSC-র তরফে জানানো হয়েছে আদালত নির্দেশ পেলেই মেধাতালিকা প্রকাশ করা হবে। স্কুল সার্ভিক কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “নিয়োগটা হয়নি আদালতের জটিলতায় আটকে। আমরা ঠিক করেছি এই সপ্তাহেই আদালতে হলফনামা জমা দেব। অনলাইনে অ্য়াপ্লিকেশনগুলো প্রকাশ করা হবে। আদালতের কাছে শুনানির দিন চাওয়া হবে। আদালত নির্দেশ দিলে প্রকাশ করব মেধাতালিকা।’’

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে চায় সিবিআই