কলকাতা: আন্দোলনের ১০৭৪তম দিনেও এসএসসি (School Service Commission) চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলল না সমাধান সূত্র। আর এরই প্রতিবাদে মুখে কালি লেপে প্রতিবাদ জানালেন SLST চাকরিপ্রার্থীরা। নিয়োগ কেন আটকে তা নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে এসএসসি-ও।


মিলল না সমাধান সূত্র: নিজেদের মুখে নিজেই কালি লেপছেন চাকরিপ্রার্থীরা। মহিলা, পুরুষ নির্বিশেষে কালো কালি মেখে ঘুরছেন প্রকাশ্য রাস্তায়। আন্দোলনের ১০৭৪ তম দিনে, বুধবার এলএসএসটি নবম-দ্বাদশের চাকরিপ্রার্থীদের সঙ্গে, আচার্য ভবনে বৈঠক হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। কিন্তু, চাকরিপ্রার্থীদের দাবি, SSC চেয়ারম্য়ান জানিয়ে দেন, SSC-র কাছে নিয়োগের সরকারি কোনও নোটিফিকেশন নেই। সাড়ে ৩টের পর আচার্য সদনের ভিতরে ঢোকেন চাকরিপ্রার্থীরা। সাড়ে চারটে বাজার আগেই বাইরে বেরিয়ে আসেন তাঁরা। এর পরই নিজেরাই কালি মাখেন মুখে। 

চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাওয়ার পর প্রকাশ্যে এসএলএসটি-র এই চাকরিপ্রার্থীর চুল কেটে ফেলার ছবি, নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেই রাসমণি পাত্রও যোগ দিয়েছিলেন এদিনের বৈঠকে। এরপর মুখে কালি লেপা অবস্থাতেই তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদকের কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে রওনা দেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। কিন্তু কুণাল ঘোষ নন্দীগ্রামে থাকায়, তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি চাকরিপ্রার্থীদের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,  “আমি তো সরকারের কেউ নই, আমি আন্দোলনকারীদের অনুরোধে, তাঁদের সমর্থনে এই জটটা খোলার চেষ্টার জন্য যোগসূত্রের ভূমিকা পালন করছি। ফলে তাঁরা কী জানান সেটা দেখি।’’


নিয়োগের দাবিতে চলতি মাসেই SSC যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে কার্যত দরজায় দরজায় ঘুরছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ ছিল, ২০২২ সালে স্কুলে চাকরির সুপারিশপত্র পেলেও মেলেনি নিয়োগ পত্র। প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বাড়ির সামনে হাজির হন SSC চাকরিপ্রার্থীরা। পরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সাক্ষাৎ চেয়ে ঢাকুরিয়ায় তাঁর বাড়ির সামনে দরবার করেছিলেন তাঁরা। সুকিয়া স্ট্রিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়ির সামনেও হাজির হয়েছিলেন SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্যরা। কারও দেখা না পেয়ে শেষপর্যন্ত স্থানীয় থানায় স্মারকলিপি জমা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: West Burdwan: ভিন রাজ্যে ডাকাতি করে এরাজ্যে 'আশ্রয়', দুর্গাপুর থেকে পাকড়াও দুই