ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌভিক মজুমদার,অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কামড়কাণ্ডে আক্রান্ত চাকরিপ্রার্থী (Job Seekers Agitation) গ্রেফতার হলেন,আদালত থেকে পেলেন জামিনও। কিন্তু ২৪ ঘণ্টা কেটে গেলেও, যে পুলিশকর্মীকে ক্যামেরার সামনে কামড়াতে দেখা গেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না কেন? প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা।


চাকরিপ্রার্থীকে কামড় পুলিশের:  চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে, পুলিশের কামড় খেয়েছেন। তারপর আবার অরুণিমা পাল নামে ওই চাকরিপ্রার্থীকেই গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও দেয়। কিন্তু, যে পুলিশকর্মীকে ক্যামেরার সামনে কামড়াতে দেখা গেছে। ২৪ ঘণ্টা পরও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই আন্দোলনকারীও পুলিশকর্মীর হাতে কামড়ে দিয়েছিলেন। কিন্তু, বৃহস্পতিবার আন্দোলনকারীরা একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কামড়ানোর আগেও, ওই চাকরিপ্রার্থীকে নিগ্রহ করেছিল পুলিশ।


আন্দোলনকারীদের দেওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চাকরিপ্রার্থী অরুণিমা পালকে ধরে রয়েছেন দু’জন। সেই অবস্থায় অরুণিমার দিকে তেড়ে যাচ্ছেন ওই মহিলা পুলিশকর্মী। তারপর তিনজনে মিলে তাঁর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অরুণিমা বাধা দেওয়ার চেষ্টা করলেও, কার্যত হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাঁকে টেনে নিয়ে যাচ্ছেন তিনজন। এরপরই ছুটে গিয়ে চাকরিপ্রার্থী অরুণিমার হাতে কামড় বসান মহিলা পুলিশকর্মী। এই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সেই সঙ্গে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যিনি কামড় খেলেন, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা। আর যিনি কামড়ালেন, ছবি দেখার পরও, তাঁর বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে কোনও ব্যবস্থা নিল না কেন? সব মিলিয়ে কামড়কাণ্ড ঘিরে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি।


এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। যা করতে গিয়ে, তিনি টেনে এনেছেন, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গ। সেদিন মহিলা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিনের ছবি আর বুধবার চাকরিপ্রার্থীদের পুলিশের কামড়ের ছবি পাশাপাশি দিয়ে, বিরোধী দলনেতা ট্যুইটারে লিখেছেন, “নবান্ন অভিযানের দিন মমতা পুলিশের নতুন হিংস্র ও নিষ্ঠুর রেজিমেন্টের প্রমীলা বাহিনীকে কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা আজ বোঝা গেল।’’ তাঁর আরও দাবি, “যে পুলিশকর্মী চাকরিপ্রার্থীকে কামড়েছেন, তাঁকে নবান্ন অভিযানের দিনও পাঠানো হয়েছিল।’’


আরও পড়ুন: TET Agitation: পুলিশের কামড় খাওয়া অরুণিমা পাল-সহ সব আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জামিন পেতেই উচ্ছ্বাস সতীর্থদের