কলকাতা: সরকারকে সময়সীমা বেঁধে দিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা (Job Seekers)। দুপুরের মধ্যে নিয়োগপত্র না পেলে, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বালিগঞ্জে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থানরত আন্দোলনকারীরা।


নিয়োগ পত্র না পেলে নবান্ন অভিযান:  এই নিয়ে পাঁচদিনে পড়ল তাঁদের অনশন। অবস্থানের ২১ দিন চলছে। প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা অফিসের সামনে অনশন মঞ্চেমুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে চাকরির দাবিতে চলছ বিক্ষোভ। আন্দোলনকারীরা আজ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন তাঁরা। নিয়োগপত্র না পেলে দুপুরে শুরু হবে নবান্ন অভিযান।                                                                                                   


২০০৯ থেকে ২০২২, মাঝে কেটে গেছে ১৩ টা বছর। এখনও মেলেনি চাকরি। চাকরির দাবিতে ফের পৃথকভাবে আন্দোলন-অনশন শুরু করেছেন, ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকে চাকরিপ্রার্থীরা। বালিগঞ্জে, প্রাথমিক বিদ্য়ালয় সংসদের জেলা অফিসের সামনে অনস্থানে বসেছেন প্য়ানেলভূক্ত চাকরিপ্রার্থীরা। সোমবার থেকে শুরু হয়েছে অনশন-কর্মসূচি। অনশনমঞ্চে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। আন্দোলনস্থলেই অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ৭ আবেদনকারী। তাঁদের মধ্যে মঙ্গলবার ২ জন অসুস্থ হয়ে পড়েন। একজন এখনও অসুস্থ। আরেকজন, একটু স্থিতিশীল হতেই ফের অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন।                                                 


অন্য়দিকে, বুধবার মেয়ো রোডে গাঁধী মূর্তির নিচে নতুন করে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন, ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের প্যানেলভুক্ত না হওয়া চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশের পর, ৩৭ দিনের মাথায়, গত ৯ নভেম্বর তাঁরা অবস্থান তুলে নেন। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৫০৬ জনের প্যানেল প্রকাশ করলেও, তাতে নাম নেই ৩২৮ জন চাকরিপ্রার্থীর। অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন থেকে ফের অবস্থানে বসেছেন তাঁরা। ২০০৯-এর প্রাথমিকে চাকরি। মাঝে কেটে গেছে ১৩ বছর। অনেক চাকরিপ্রার্থীর বয়স পেরিয়ে যাচ্ছে। আর কবে হবে নিয়োগ? জানে না এই অসহায় মুখগুলো।


আরও পড়ুন: North 24 Parganas: রীতিমতো জেলে পোড়ার হুঁশিয়ারি, বিজেপি বিধায়কের নিশানায় তৃণমূল নেত্রী