কলকাতা: ৯ বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। ভাইরাল ভিডিও।

  


অভিযোগ, গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তিনি ফিরে যেতেই পুলিশ তাঁদের মারধর করে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রীতিমতো তাড়া করেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে। 


দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ফাঁড়ির বাইরে মোটরবাইক, সাইকেলে আগুন, প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ফিরে যেতে হয় র‍্যাফকে। বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশকেও ইট ছুড়তে দেখা যায়। ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি ও অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত।


এমনকী, বালিকার 'ধর্ষণ-খুনে' এবার উত্তপ্ত জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল। হাসপাতালে পৌঁছে দেহ সংরক্ষণের দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। পরিবারের সঙ্গে কথা না বলে কিছু চূড়ান্ত করা যাবে না, হাসপাতালে গিয়ে জানালেন সাংসদ প্রতিমা মণ্ডল। হাসপাতালে তুমুল উত্তেজনা, প্রতিমাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান। হাসপাতালে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ। হাসপাতালে পরিবারের সঙ্গে দেখা করতে গেলে, বাধা পুলিশের। তুমুল ধস্তাধস্তির পর হাসপাতালে ঢুকলেন মীনাক্ষী, কনীনিকারা। সিপিএম কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।, বিচার চেয়ে স্লোগান বিজেপির।                                                


এদিকে, নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধর্নায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে স্লোগান। হাসপাতালে পৌঁছলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও। খবর, জয়নগরে নিহত বালিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতার কাটাপুকুর মর্গে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে