সৌভিক মজুমদার, কলকাতা : রানি রাসমণি অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে। প্রধান বিচারপতিকে ই মেল করলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর আইনজীবীরা। শুনানির জন্য গঠিত হল বিশেষ বেঞ্চ। বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে আজ দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা।

  


রাজ্য  ও জুনিয়র চিকিৎসকদের সংঘাতের আবহে মঙ্গলবার বিকেলে কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভাল এদিন। ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা মানব বন্ধন কর্মসূচিও রেখেছে । আবার একই দিনে রানি রাসমণি অ্যাভিনিউয়ে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর আহ্বানে পালিত হওয়ার কথা দ্রোহের কার্নিভাল। প্রথম থেকেই এই দ্রোহের কার্নিভালের বিরুদ্ধে ছিল রাজ্য। রাজ্যের তরফে চিঠি দিয়ে এই দ্রোহ-কার্নিভাল প্রত্যাহারের অনুরোধ করা হয়। কিন্তু এই কর্মসূচি পালনে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁদের পক্ষ থেকে এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার ও সাধারণ নাগরিকদেরও যোগ দিতে আহ্বান জানানো হয়। এই আবহেই দ্রোহ-কার্নিভাল আটকাতে কড়া পদক্ষেপ করে কলকাতা পুলিশ । সোমবার তারা কলকাতা শহরের হৃদপিণ্ড ধর্মতলা চত্বরের বিভিন্ন রাস্তায় জারি করে ১৬৩ ধারা। পথে পথে বসিয়ে দেওয়া হয় গার্ডরেল। লৌহ ব্যারিকেড, লোহার শিকল, তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা। ৬ ফুট উঁচু লৌহ প্রাচীর তো আছেই, দূরপাল্লার রুটের বাসগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। বাসের চালকদের দাবি, পুলিশের তরফে তাঁদের এখানেই বাস রাখতে বলা হয়েছে। 


এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে ধর্মতলা, রানি রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। অন্যদিকে লেনিন সরণির সংযোগস্থল থেকে রানি রাসমণি অ্যাভিনিউ, ধর্মতলার ওয়াই চ্যানেল, ডোরিনা ক্রসিং, মেয়ো রোড, আউট্রাম রোড, ক্যাথিড্রাল রোড, জহরলাল নেহরু রোড, ক্যুইন্স ওয়ে, স্ট্র্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। কোথাও ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। তাই দ্রোহ কার্নিভাল কীকরেই বা করা সম্ভব , এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 


আরও পড়ুন:


আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।