কলকাতা: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের। নবান্নে বিকেল ৫টায় আলোচনার ডাক। '১৫ জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না। বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে', জানানো হল চিঠিতে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে চিঠিতে। বিকেল ৫টায় যেতে বলা হয়েছে নবান্নে। (Junior Doctors Protest)


এর আগেও, কয়েক দফায় নবান্নের সঙ্গে চিঠির লেনদেন হয়েছে জুনিয়র চিকিৎসকদের। কিন্তু আগে চিঠিতে মুখ্য়মন্ত্রীর উপস্থিতির উল্লেখ ছিল না আলাদা করে। এবার কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে, বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী। গতকাল জুনিয়র ডাক্তাররাও এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানিয়েছিলেন। সেই দাবিতেই সিলমোহর পড়ল কার্যত। (RG Kar Case)


তবে জুনিয়র ডাক্তারদের তরফে ৩০ জন প্রতিনিধিকে বৈঠকে রাখতে হবে বলে দাবি করা হয়েছিল। নবান্ন ১৫ জনের উপস্থিতিতেই অনুমতি দিয়েছে। তবে বৈঠকের সরাসরি সম্প্রচারের যে দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা, তা নিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, লাইভ সম্প্রচার সম্ভব নয়। তবে স্বচ্ছতার জন্য ভিডিও রেকর্ডিং করা যেতে পারে বৈঠক। পৌনে ৫টার মধ্য়ে নবান্নে পৌঁছতে বলা হয়েছে।


এদিনের চিঠিতে মুখ্যসচিব জানান, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে আজ বিকেল ৫টায় প্রস্তাবিত বৈঠক হবে নবান্নের কনফারেন্স হলে। সুষ্ঠ ভাবে আলোচনা যাতে এগোয়, তার জন্য ১৫ জন পর্যন্ত প্রতিনিধিই উপস্থিত থাকতে পারবেন। সরাসরি সম্প্রচার করা সম্ভব নয়। তবে স্বচ্ছতা বজায় রাখতে ভিডিও রেকর্ডিং চলতে পারে। এতে জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ হবে যেমন, তেমনই গোটা প্রক্রিয়া, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনার রেকর্ডও থাকবে। 


রাজ্যের এই প্রস্তাব জুনিয়র ডাক্তাররা মেনে নেবেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং ৩০ জন প্রতিনিধির উপস্থিতির দাবি একদিন আগেই জানিয়েছিলেন তাঁরা। আজ নবান্ন থেকে এই চিঠি আসার পর তাঁরা জানান, বিভিন্ন কলেজের প্রতিনিধি রয়েছেন। তাই ৩০ জনের উপস্থিত থাকার দাবি জানিয়েছিলেন তাঁরা। লাইভ সম্প্রচারের পরিবর্তে ভিডিও রেকর্ডিংয়ে তাঁরা রাজি হবেন কি না, সেই নিয়েও আলোচনা চলছে।


আরও পড়ুন: RG Kar Protest: 'একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের