সৌভিক মজুমদার, অরিন্দম সেন ও মনোজ বন্দ্য়োপাধ্য়ায়,কলকাতা : আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলায় শুক্রবার রাজ্য সরকার ও সিআইডিকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বললেন, ' যে সাইকেলে চড়ে ঘুরত, সে এখন গাড়িতে ঘোরে। আমি জানি কে টাকা আত্মসাৎ করেছে। রাজ্য সরকার ও তার সহযোগীরা মিলে আদালতের সঙ্গে চালাকি করছে। ' আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলায় শুক্রবার এই ভাষাতেই রাজ্য সরকার ও রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা CID-কে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ( Justice Abhijit Gangopadhyay ) ।


১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি CBI ও ED-র হাতে তুলে না দিলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। বিচারপতির পর্যবেক্ষণ শুনে অভিযোগকারী আমানতকারী সমররঞ্জন সরকার বলেন, ' সিআইডি টালবাহানা করছিল বলেই আমরা হাইকোর্টে গিয়েছিলাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো আরও অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের চাই। সমাজ দুর্নীতিতে ভরে গেছে। বহু আমানতকারীর উপকার হবে। ' 


২৪ অগাস্ট ৫০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে CBI-ED - কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরদিন অর্থাৎ ২৫ অগাস্ট থেকেই তদন্ত শুরু করতে বলেন তিনি। শুক্রবার, রাজ্য সরকারের আইনজীবী ২৪ অগাস্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানান। তখন, এখনও CBI-ED কে নথি তুলে না দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। CID-র বিরুদ্ধে দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশও দেন তিনি। ২ সপ্তাহের মধ্যে জরিমানার টাকা রাজ্য সরকারকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।


১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি CBI ও ED-র হাতে তুলে না দিলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠানোর হুঁশিয়ারিও দেন তিনি। বিচারপতি বলেন, 'জরিমানার টাকা না গুনলে নতুন মিউজিক শুনবে আদালতের থেকে।' সরকারি আইনজীবীর উদ্দেশে বলেন, 'যে সাইকেলে চড়ে ঘুরত সে এখন গাড়ি চড়ে ঘোরে। আমি জানি কে টাকা আত্মসাৎ করেছে। জানতে চান কে সেই নেতা? আমার চেম্বারে আসবেন, বলে দেবো।'


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তাঁর কড়া পর্যবেক্ষণে বলেন, ' ৩ বছর ধরে তদন্ত করছে সিআইডি, কিন্তু এখনও কাদের টাকা ঋণ হিসাবে দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। ' 


 অভিযোগকারী আমানতকারী কল্পনা দাস সরকার বিচারপতির পর্যবেক্ষণ শুনে বলেন, ' স্বস্তি। তবে টাকা ফেরত না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। বিচারপতির উপর ভরসা। ' অপর এক অভিযোগকারী ও আরটিআই আন্দোলনকারী অলোক রায় বলেন, ' রাজ্য কেন টালবাহানা করছে বুঝতে পারছিনা। সহযোগিতা করা উচিত।  ' 


এ বিষয়ে, সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, সদ্য দায়িত্ব নিয়েছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব। শুক্রবার, ৩ দিনের মধ্যে ফের ED ও CBI-কে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।