কলকাতা: 'কে রটাচ্ছে আমি পদত্যাগ (Resignation) করছি?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly(। সঙ্গে আরও সংযোজন, 'পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে ,সে লড়াই চলবে। বিভিন্ন ভাবে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকব না। কিন্তু লড়াই চলবে।' কলকাতা হাইকোর্টের বিচারপতির দাবি, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাঁকেই ব্যাখ্যা দিতে হবে। সঙ্গে এও বলেছেন, 'সাক্ষাৎকার দিয়েছি। আমাকেই ব্যাখ্যা দিতে হবে।' তাঁর কথায়,' যা বলিনি সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে।'
প্রেক্ষাপট...
কেন এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি? গত ১৯ সেপ্টেম্বর, ২০২২-এ এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারের একটি ৪ পাতার তর্জমা গত কাল সুপ্রিম কোর্টে পেশ করেছিলেন অভিষেকের আইনজীবী। এরপরই এবিপি আনন্দকে দেওয়া ওই সাক্ষাৎকার নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, সেই সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং মন্তব্য নিয়ে গোটা বিষয়টি তিনি জানতে চান। বৃহস্পতিবারের মধ্যে সাক্ষাৎকার নিয়ে রেজিস্ট্রার জেনারেলের হলফনামা তলব করা হয়েছে। তবে 'যে বিষয়ে মামলা শুনছেন, সেই বিষয়ে সাক্ষাৎকার দিতে পারেন না বিচারপতি', সাক্ষাৎকার প্রসঙ্গে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। পাশাপাশি দুর্নীতির তদন্তে অন্তরায় হবে না সুপ্রিম কোর্ট, একইসঙ্গে এদিন বুঝিয়ে দেন তিনি। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর, ২০২২-এ এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'জনেই বিচারবিভাগের একটা অংশের পক্ষপাত নিয়ে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের জাস্টিস রাজশেখর মান্থার নামও উল্লেখ করেছিলেন। এই সমালোচনাকে আপনি কীভাবে দেখেন?' জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "একটি ক্লিপে দেখছি যদিও সেখানে আমাকে নিয়ে কিছু বলা হচ্ছে না। কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপিরা জানে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যাবে। একদল জজের মাথায় বিজেপির হাত রয়েছে। এসব কি কথা? ওঁকে ডেকে যদি জিজ্ঞেস করি যে আপনি প্রমাণ করুন তো। কিচ্ছু করতে পারবেন না। বরং মিথ্যে কথার জন্য তিন মাস জেলে থাকুন। কী করবেন উনি কিচ্ছু করতে পারবেন না। আমাকে হয়ত পরে মেরে ফেলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু বিচারবিভাগের প্রতি এই অঙ্গুলি নির্দেশ যে করবে তাকে ভয়ঙ্কর, কড়া ব্যবস্থার সম্মুখীন করে দিতে হবে। তা না হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে।"
UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন
up10.abplive.com
up12.abplive.com
Class 10
Class 12
আরও পড়ুন:ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের