কলকাতা: রাজনীতিতে আসছেন বলে ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও বিচারপতির পদ ছাড়েননি তিনি। মঙ্গলবারপ পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আদালতে বিচারপতির পদে আসীন থাকাকালীন রাজনীতিতে আসার ঘোষণার তেমন নজির নেই সাম্প্রতিক কালে। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে। তবে রাজনীতিতে আসার সিদ্ধান্ত তৃণমূলের জন্যই নিতে হয়েছে বলে জানালেন তিনি। (Justice Abhijit Ganguly Exclusive)


রবিবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজনীতিতে পদার্পণের কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কোন দলে যোগ দিতে চলেছেন, যা যদিও এখনও খোলসা করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে তৃণমূলের জন্যই রাজনীতিতে আসার সিদ্ধান্ত বলে জানালেন। তিনি বলেন, "এই যে বৃহত্তর ক্ষেত্রে যেতে হচ্ছে আমাকে, এর জন্য আমাদের ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাব।  আমি যখনই কোনও ন্যায় বিচার করতে গিয়েছি, যেখানে ন্যায্যতা থাকবে, সেটা যখনই তাদের পছন্দ হয়নি, তাদের বিভিন্ন মুখপাত্র বিচারপতির উদ্দেশে, আদালতের উদ্দেশে অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন, ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। বারে বারেই ওই দলের তরফে বলা হয়েছে, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। আমি ভেবে দেখলাম, তাঁরা যখন ডেকেইছেন এত করে, এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাহলে তাঁদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত। তাই একপ্রকার তাঁদের এই অপমানজনক কথাবার্তা এবং পাশাপাশি যে আহ্বান, মাঠে এসে বলুন, সেই জন্যই পদ ছেড়ে চলে আসার সিদ্ধান্ত।" (Calcutta High Court:)


নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার বাইরেও আদালতের মধ্যে এবং বাইরে তাঁর কিছু মন্তব্যে বিতর্ক হয়েছে। সেই নিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জমা পড়েছে। আদালতের বিচারপতি পদে থেকে তিনি রাজনৈতিক মন্তব্য করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন বলে তৃণমূলের তরফে আবেদন জমা পড়ে। এতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ও পাল্টেছে।


আরও পড়ুন: Abhijit Gangopadhyay Exclusive: ‘মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন চৌর্য সাম্রাজ্য দেখছি’, ফের তৃণমূলকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


এদিন রাজনীতিতে যোগদানের কথা বলতে গিয়ে তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আমার পদ ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে চলে আসার জন্য এখানকার ক্ষমতাসীন দলকে তো অভিনন্দন জানিয়েছি! তারাই তো আমাকে টেনে এনেছে! চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আহ্বান জানিয়েছে যে 'ক্ষমতা থাকলে চলে আসুন'! আমি চলে এসেছি, আসছি। পরশুই চলে আসব। শুধু কালকের দিন বাকি রয়েছে। রায় দেব না, কিছু মামলা আছে হাতে ছেড়ে দেব। কিছু অর্ডার পাস করে দায়িত্ব থেকে মুক্ত হব।"


শুধু একাই নন, বাংলার মানুষকেও রাজনীতিতে যোগদানে আহ্বান জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের যে এই দুরাবস্থা, এই অপমানজনক যে অধ্য়ায় চলছে বহু দিন ধরে, সব ক্ষেত্রে যেভাবে নিচে চলে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। কোনও মতেই এটা হওয়ার কথা নয় পশ্চিমবঙ্গের। শিক্ষা, শিল্প, কৃষি, স্বাস্থ্য, সব ক্ষেত্রে যা চলছে, তাঁর পক্ষে যেমন মেনে নেওয়া সম্ভব নয়। তাই নাগরিকদের রাজনীতিতে আসতে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, নাগরিক প্রহরায় থাকলে, তবেই উপকার হবে রাজ্যের।