কলকাতা: বিচারক আবাসনে চড়াও, নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরা! চিঠির পেয়েই নড়ে বসল পুলিশ, কলকাতা হাইকোর্টে অভিযোগ এসে পৌঁছানোর পরেই নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ।



নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরা! চিঠির পেয়েই নড়ে বসল পুলিশ


নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরা! চিঠির পেয়েই নড়ে বসল পুলিশ। বিচারক আবাসনে চড়াও, ডায়মন্ড হারবার থেকে ১ অভিযুক্ত আটক। 'গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারকে। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারকদের আবাসনের', জানানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশের তরফে। 




অভিযোগ পৌঁছল কলকাতা হাইকোর্টে


কলকাতা হাইকোর্টে অভিযোগ এসে পৌঁছানোর পরেই নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ। বাড়ানো হয়েছে বিচারকদের নিরাপত্তা। আবাসনে রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে । বিচারকদের আবাসনে সামগ্রিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে এফআইআর  দায়ের হয়েছে।  জেলা পুলিশ সুপার নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, খবর হাইকোর্টের।




 কী বলছেন পুলিশ সুপার ?


সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বললেন, 'ফুটেজে একজন ব্যাক্তিকে আমরা দেখতে পেয়েছি। তারপর তৎপরতার সঙ্গেই খোঁজাখুজি চলে। এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। যে ওই ব্যক্তি ওই সময় ওখানে ছিলেন কিনা , যার সমস্তরকম ইলেকট্রনিক গেজেটের মাধ্যম দিয়ে আমরা একটা জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করছি। আমরা সেটা অচিরেই জানতে পারব। আমরা এখন যেটা পেয়েছি, ওই ব্যাক্তির উপস্থিতির যথেষ্ট সম্ভাবনা ওখানে আছে।' 


আরও পড়ুন, কী লুকোনো হয়েছে? প্রশাসনকে জবাব দিতে হবে : নির্যাতিতার দাদা


 অভিযোগ জানিয়েছেন মূলত, ডায়মন্ড হারবার সাব ডিভিশনের তিনজন বিচারক। অভিযোগ, গত ৮ তারিখে, তাঁদেরর আবাসনে হানা দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই চিঠিই গিয়ে পৌঁছয় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। চিঠিতে তাঁরা লিখে জানিয়েছেন, তাঁরা দেখেছেন ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে।  


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।