কলকাতা: মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। দুপুর আড়াইটের মধ্যে নথি তুলে দেওয়ার নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মৌখিক দৃষ্টি আকর্ষণেই স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কাল ফের মামলার শুনানি হবে।                                              


মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি মামলা নিয়ে সরগরম কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ভর্তি মামলায় অবিলম্বে এফআইআরের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangapadhyay)। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের লিখিত নির্দেশ দেখাতে পারেননি সরকারি আইনজীবী। সিবিআইকে তখনই অবিলম্বে এফআইআরের নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangapadhyay) বলেন  'সমস্ত নথি নিয়ে এখনই এফআইআর করে তদন্ত শুরু করুন'।


আদালতে সরকারি আইনজীবী তখন জানান, 'মৌখিক আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ'। এর পর আইনজীবীর উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দিয়ে বলেন, 'ডিভিশন বেঞ্চের নির্দেশ দেখান, না হলে লাইভ স্ট্রিমিং দেখান'। তবে তা দেখাতে পারেননি আইনজীবী। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, 'যদি ডিভিশন বেঞ্চের নির্দেশ বা মামলার কপি না থাকে তাহলে কি সেটা গ্রহণযোগ্য?'  এর পরেই সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়।                              


এদিন মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে রাজ্যকে ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangapadhyay)। এদিন তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'শেখ শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েকজন দুর্নীতিগ্রস্তর আখড়ায় পরিণত হয়েছে। এত কিছুর পরেও পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। তাই রাজ্যের পুলিশের উপর আদালতের কোনও আস্থা নেই। সেই কারণেই সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে'। এ দিন তিনি আরও বলেন, 'নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। এখনও পর্যন্ত সিবিআই তদন্ত ঠেকাতে রাজ্য কত খরচ করেছ, আশা করি জানাবে'।