কলকাতা: এবার রামমন্দির উদ্বোধনের আঁচ পৌঁছে গেল নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও। সাধ্বী ভাগবতী সরস্বতীর কথার সুর ধরেই টাইমস স্কোয়ারে রামের নামে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গেল। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন সাধ্বী। এর পর তিনি ভারতে চলে এসে ধর্মচর্চায় মন দেন। সোমবার রাত সাড়ে নটা নাগাদ সংবাদমাধ্যম এএনআইই তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে। তাতে সাধ্বী ভাগবতী সরস্বতীকে টাইমস স্কোয়ারে বক্তব্য রাখতে দেখা যায়। রামমন্দির নিয়ে আবেগে আপ্লুত হতে দেখা যায় তাকে। তার বক্তব্যের পর উপস্থিত শ্রোতারা ‘জয় শ্রীরাম’ ধ্বনিও তোলেন। 


টাইমস স্কোয়ারে রামমন্দিরের জয়গান


বর্ষবরণের রাত হোক বা বর্ষশেষ। বড়দিন হোক বা প্রেসিডেন্ট ইলেকশন। সারা বিশ্বের কাছেই টাইমস স্কোয়ারের ওই চৌহদ্দি অন্যতম আকর্ষণীয় স্থান। ওই স্কোয়ারের যে কোনও ঘটনাই সারা বিশ্বের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২২ জানুয়ারি দুপুর বারোটা নাগাদ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে একটি বিশেষ বক্তৃতার আয়োজন হয়। সেখানেই সাধ্বী ভাগবতী সরস্বতী রামমন্দির নিয়ে বক্তব্য রাখেন।


কী বললেন সাধ্বী ?


টাইমস স্কোয়ারের বক্তৃতায় সাধ্বীকে বলতে শোনা যায়, রামলালা আজ তাঁর ঘরে ফিরেছেন। তবে শুধু রামমন্দিরের উদ্বোধন হয়নি আজ (২২ জানুয়ারি), রাষ্ট্রীয় মন্দিরের উদ্বোধন হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, এটাই ঐক্যের মন্দির। এই মন্দিরের জন্য সবাই অপেক্ষা করছিল। অপেক্ষা করা হচ্ছিল দীর্ঘ ৫০০ বছর ধরে। সাধ্বীর কথায়, রামের ভক্তরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মন্দির উদ্বোধনের অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে বলে জানান তিনি। ৫০০ বছর পর মন্দির প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তার বক্তব্য শেষ হতেই  ‘জয় শ্রীরাম’-এর পাশাপাশি ‘ভারতমাতা কি জয়’ স্লোগানও দেয় উপস্থিত জনতা। 


আর কী হল টাইমস স্কোয়ারে ?


এই দিন টাইমস স্কোয়ারের সাজ ছিল নজরকাড়া। শ্রীরামের বিশাল অবয়ব ফুটিয়ে তোলার আলোর মাধ্যমে। উপস্থিত শ্রোতাদের হাতে ছিল গেরুয়া বর্ণের পতাকা। সাধ্বীর বক্তৃতার মাঝে মাঝেই সেই পতাকা ওড়াতে দেখা যায় শ্রোতাদের।


কে এই সাধ্বী ভাগবতী সরস্বতী ?


স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাশ সাধ্বী আসলে একজন বিদেশিনী। বরাবর নিরামিষ খাবারের দিকে আগ্রহ ছিল বলে বন্ধুরা খ্যাপাত। ভারতের সংস্কৃতির কথা তুলে টিটকিরি শুনেই ভারতের প্রতি আগ্রহ জন্মায় সাধ্বীর। এর পর ২৫ বছরে সন্ন্যাস নেন তিনি। ভারতে বর্তমানে হিমালয়ের ঋষিকেশে পরমার্থ নিকেতনে তাঁর বাস। প্রায় ৩০ বছর ধরে সেখানেই তিনি আধ্যাত্মিক চর্চায় নিয়োজিত রয়েছেন।


আরও পড়ুন - Acidity Instant Relief: অ্যাসিডিটির ঠেলায় গলা, বুক জ্বলছে ? ৫ ঘরোয়া উপাদানেই চটজলদি আরাম পাবেন