সৌভিক মজুমদার, কলকাতা : সিপিএমকে ( CpM ) হাওড়ায় ( Howrah ) মিছিলের অনুমতি দিল আদালত ( High Court ) । বিচারপতি রাজাশেখর মান্থা ( Raja Sekhar Mantha )  জানালেন, 'রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে' ! 


' ভেবেচিন্তে স্লোগান বাছতে হবে'


সোমবার  সিপিএমকে হাওড়ায় মিছিলের অনুমতি দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থা সতর্ক করে দেন, 'হাওড়ার স্পর্শকাতর এলাকায় মিছিল হওয়ায় ভেবেচিন্তে স্লোগান বাছতে হবে'। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, 'কোনও মাইক মিছিলে ব্যবহার করা যাবে না'। এই মিছিলেন পর একটি সভা করার কথা আছে সিপিএমের। তবে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করা যাবে বলে জানান বিচারপতি। 

'কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য নয়'


বিচারপতির মতে, হাওড়ার স্পর্শকাতর এলাকাগুলির উপর দিয়ে মিছিল যাওয়াার সময় কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না। এই জেলার  চওড়া বস্তি, মল্লিক ফটক, ফজির বাজার এলাকায় কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না বলে সতর্ক করে দেন বিচাারপতি মান্থা। 

সোমবার বিকেল চারটে থেকে এক ঘন্টা মিছিলের অনুমতি পেল বামেরা। ১৮ মে হাওড়ার কাজিপাড়া থেকে ময়দান পর্যন্ত মিছিলের পর সভার আবেদন জানানো হয় সিপিএমের তরফে। কিন্তু আবেদন বাতিল করা হয় গোয়েন্দা দফতরের রিপোর্ট দেখিয়ে। তখন আদালতের শরনাপন্ন হয় সিপিএম। 

রাজ্যের যুক্তি, 'বেশ কিছু স্পর্শকাতর এলাকার মধ্যে দিতে মিছিল যাওয়ার কথা'। সেই যুক্তিতেই রাজ্য আদালতে জানায়, 'আমরা ওই এলাকাগুলির বাইরে মিছিল করার আবেদন করছি'। আদালত যখন মিছিল থেকে ইঙ্গিতপূর্ণ স্লোগান ব্যবহারে মানা করে, তখন রাজ্যের প্রশ্ন, 'মিছিল থেকে কোনও ইন্ধন না থাকলেও বাইরে থেকে উস্কানি দিয়ে গোলমাল হলে তখন কি হবে?' 


সওয়াল জবাব শেষে আদালত সভার অনুমতি দেয় শর্তসাপেক্ষে। বলা হয়, রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে। 


রাম নবমীতে শিবপুর, রিষড়া ও ডালখোলায় বড়সড় অশান্তি বাঁধে। এলাকায় অশান্তি, অগ্নিসংযোগ, সংঘর্ষ, ভাঙচুরের মতো নজিরবিহীন হিংসাা ছড়ায়। তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। হাওড়ার ঘটনাটি ঘটে ৩০ শে মার্চ। রামনবমীর দিনই। রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। পুলিশের গাড়ি থেকে বাস, টোটো, অটো, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। সিপিএমের প্রস্তাবিত শান্তি মিছিল এগনোর কথা ওই এলাকা ধরেই। সেই কারণ দেখিয়ে প্রাথমিকভাবে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ।