প্রকাশ সিনহা, কলকাতা : কলকাতা বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে। সূত্রের খবর, দুবাই যাওয়ার জন্য সোমবার সকালে বিমানবন্দরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইমিগ্রেশনের সময় আটকানো হয় তাঁকে। বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না।
ইডি-র (ED) একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার রয়েছে, তাই বিদেশ যেতে বাধা, খবর সূত্রের। 


সূত্রের খবর, সকাল সাড়ে ৬-৭ টা নাগাদ দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী। সেখানে বিদেশযাত্রার জন্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখার সময়েই ইমিগ্রেশনে (Immigration Department) আটকানো হয় তাঁকে। জানা যাচ্ছে, ইমিগ্রেশনের একটি ঘরে বসিয়ে রাখা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বেশ অনেকক্ষণ বসে থাকার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। অভিষেক-পত্নী তাঁর আইনজীবীদের সঙ্গে পরামর্শ ও আইনি সাহায্য নেওয়ার কথা ভাবছেন বলেই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি বলেই পরিবারসূত্রে জানা যাচ্ছে।


এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বিদেশযাত্রায় 'বাধা' দেওয়া নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা গোটা বিষয়টি বিস্তারিতভাবে দেখছেন। তবে রাজনৈতিক লড়াইয়ে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ ও তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে। কাপুরুষের মতো আচরণই শুধু নয়, এটা আসলে রাজনৈতিক দেউলিয়াপনার উদাহরণ।'


আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কুণাল ঘোষের দাবি, 'তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রার সাফল্য দেখে শঙ্কিত, ভীত হয়ে যাবতীয় কাণ্ড ঘটানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবার ছেড়ে যখন গোটা পশ্চিমবঙ্গে ঘুরছেন, সেই সময়ই এমন ঘটনা ঘটানো হল।'


আরও পড়ুন- গত ৪ বছরে ২১৭ টি ট্রেন দুর্ঘটনার ৭৫ শতাংশই লাইনচ্যুত হওয়ার কারণে, CAG রিপোর্ট ঘিরে তরজা


উল্লেখ্য, এর আগে গত বছর বিদেশযাত্রার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। ব্যাঙ্ককে যাওয়ার পথে তাঁকেও ইডি মামলার ভিত্তিতে আটকানো হয়েছিল ইমিগ্রেশনে। যে ঘটনার জলও গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। এবার বিমানবন্দরে বাধা পেলেন অভিষেক-পত্নী। যে ঘটনার জল কোনদিকে গড়ায়, এখন সেটাই দেখার।


আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?