গৌতম মণ্ডল, কাকদ্বীপ : তৃণমূল ছাত্র পরিষদের নেতার 'ছায়াসঙ্গী' বাংলাদেশি নিউটন? TMCP নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যর। বাংলাদেশের ছাত্রনেতা নিউটন দাস কাকদ্বীপের ভোটার! '২০২১ সালে সীমান্ত পারের সময় গ্রেফতার নিউটন দাস। বাংলাদেশি নিউটনের জামিন করাতে তদ্বির TMCP নেতার। বাংলাদেশের পাসপোর্ট, ভারতের ভোটার, আধারকার্ড-সহ গ্রেফতার। ২০২১ সালে তিন মাস জেলবন্দির পর মুক্তি নিউটনের। TMCP নেতার রেস্তোরাঁ ব্যবসাতেও পার্টনার নিউটন', চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর। প্রমাণ দিন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্থানীয় TMCP নেতার।
নিউটন কাণ্ডে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। টিএমসিপি নেতার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্য দাবি করলেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সদস্য। বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের ভোটার নিউটন দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয় প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস। তাঁর দাবি, ২০২১ সালের অক্টোবর মাসে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার হয়েছিল নিউটন। সেখানে তার কাছে মেলে বাংলাদেশের পাসপোর্ট, ভারতের ভোটার, প্যান ও আধারকার্ড। প্রায় ৩ মাস জেলবন্দি থাকার পরে ছাড়া পায় নিউটন। টিএমসিপি নেতা দেবাশিস দাস নিউটনের জামিন করাতে একাধিকবার বনগাঁ যান বলেও অভিযোগ তাঁর। বিপ্লব দাসের দাবি, জামিন পেয়ে কাকদ্বীপে চলে আসে নিউটন। এরপর দেবাশিস, নিউটন ও অন্য এক পার্টনারকে নিয়ে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। ব্যবসা বন্ধের পরে অংশীদার হরিপদ দাসের থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় নিউটন। টিএমসিপি নেতা দেবাশিসের দীর্ঘদিনের ছায়াসঙ্গী নিউটন বলেও অভিযোগ বিপ্লব দাসের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দেবাশিস। নিউটন ইস্যুতে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি।
গতকালই কাকদ্বীপে হদিশ পাওয়া গিয়েছিল বাংলাদেশি ভোটার নিউটন দাসের। বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের সংরক্ষণ বিরোধী 'অগস্ট আন্দোলন' বা 'ছাত্র আন্দোলন'- এ অংশ নিয়েছেন নিউটন। অবশ্য গতকালই নিউটন একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, এইসব ছবি ভুয়ো। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবিতে কাকদ্বীপের টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গেও দেখা গিয়েছে নিউটন দাসকে। তাঁর জন্মদিকে তিনি এবং দেবাশিস একসঙ্গে কেক কেটেছেন এমন ভিডিও-ও দেখা গিয়েছে। তাহলে বাংলাদেশের ছাত্র আন্দোলনে যোগদানকারী নিউটন দাস কি তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বা সদস্য? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।