তুহিন অধিকারী, বাঁকুড়া: এ যেন আর এক অকাল বোধন। যখন চারদিকে কালী শক্তির আরাধনা, আলোর উৎসবে মেতেছে সবাই। ঠিক তখনই এক প্রকার নিঃশব্দেই দেবী দুর্গার আরাধনায় মেতেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের বোলতলার পাটরাপাড়া রক্ষিত পরিবার।


স্বপ্নাদেশের পরে...
পরিবারের তরফে জানানো হচ্ছে, আনুমানিক ৩০০ বছর আগে রক্ষিত পরিবারের রেশম গুটি ব্যবসা ছিল। কথিত রয়েছে, কোনও একদিন রক্ষিত পরিবারের এক পূর্বপুরুষ পুরুলিয়ার কোনও এক জঙ্গলে রেশম গুটির সন্ধানে গিয়েছিলেন। সারাদিন ধরে রেশম গুটি তোলার পরে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন ওই ব্যক্তি। এর পর দেবী দুর্গা তাঁকে স্বপ্নাদেশ দেন কালীপুজোর সন্ধিক্ষণে শিব-দুর্গা রূপে তাঁকে প্রতিষ্ঠা করে আরাধনা করার জন্য়। এরপর বাড়িতে এসে ঘটনার কথা রক্ষিত পরিবারের ওই পূর্বপুরুষ জানান। এর পরেই কালীপুজোর দিনেই শিব-দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করে রক্ষিত পরিবার। শিব দুর্গার পাশেই বিরাজমান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। মাকে নিজের ঘরের মেয়ে রূপেই পূজিত করা হয় রক্ষিত পরিবারে।


রীতি মেনেই পুজো:
দুর্গাপুজোর রীতি রেওয়াজ মেনে সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী আয়োজিত হয়। ব্যতিক্রমও রয়েছে। দেবী মাকে বিজয়া দশমীতে নয়, ভাইফোঁটার পরে শুভ দিন দেখে বিদায় জানানো হয়। রক্ষিত পরিবারের কোনও মেয়ে কালী পুজোয় তাঁর বাপের বাড়ি এলে ভাইফোঁটা শেষ করে তবেই তিনি ফেরেন। সেই পুরনো রীতি রেওয়াজ মেনে আজও রক্ষিত পরিবারে বংশ পরম্পরায় কালীপুজোর দিনেই দেবী দুর্গার পূজা করে আসছেন বর্তমান প্রজন্মের সদস্যরা। 


রাজ্য থেকে দেশ মাতোয়ারা কালীপুজোয়: 
তারাপীঠ, কামাখ্যা থেকে ঠনঠনিয়া, করুণাময়ী। শ্যামা আরাধনায়  মাতোয়ারা বাংলা। দক্ষিণেশ্বরে ভবতারিণীর আরতি। তারাপীঠে রীতি মেনে শক্তির আরাধনা। ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে মন্দিরে ভক্তের ঢল। উদয়পুরের মাতারবাড়িতে ৫২২ বছরের পুরনো মন্দির ঘিরে দীপাবলি উত্সব। আলোর উৎসবে মাতোয়ারা বাংলা। বারাসাত থেকে নৈহাটির বড়মার পুজো। বৃষ্টির মধ্যেই দেবী দর্শন। টালিগঞ্জের করুণাময়ীতে মাতৃ আরাধনা। দুর্যোগের আশঙ্কা নিয়েই আজ রাজ্যজুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতাও। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক। 


আরও পড়ুন: সিত্রাং-এর অর্থ কী? কেন এমন নাম ঘূর্ণিঝড়ের? কীভাবে ঠিক হয় ঘূর্ণিঝড়ের নাম?