কলকাতা: গতকাল ছিল কালীপুজো। দীপাবলির উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আজও পুজোর আমেজ। অমাবস্যা থাকার কারণে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে চলছে পুজো। দুর্যোগের আশঙ্কা নিয়েই গতকাল থেকে রাজ্যজুড়ে শক্তির আরাধনা চলছে। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে আজও দিকে দিকে সাড়ম্বর আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতাও। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক।
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷
এক ঝলকে আজকের ছবি
লেক কালীবাড়ি: লেক কালীবাড়িতে গতকাল নিশি পুজোর পর আজ সকালে যজ্ঞের আয়োজন করা হয়। পুণ্যার্থীদের জন্য পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। চলছে ভোগ বিতরণ।
তারাপীঠ: অমাবস্যা থাকায়, তারাপীঠেও আজ পুজো চলছে। তবে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণের জন্য বিকেল ৪টের পর মন্দির বন্ধ করে দেওয়া হবে। গ্রহণ শেষ হলে, মাকে স্নান করিয়ে, রাজবেশ পরিয়ে সন্ধ্যারতি হবে। তারপর পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন।
নলাটেশ্বরী: সতীপীঠের অন্যতম পীঠ নলহাটির নলাটেশ্বরী। অমাবস্যা থাকায় আজ সেখানেও চলছে পুজো। রয়েছে পুণ্যার্থীদের ভিড়।কথিত আছে, এখানে সতীর কণ্ঠনালি পড়েছিল। খণ্ডগ্রাস সূর্যগ্রহণের কারণে দুপুর ২টো থেকে মন্দির বন্ধ। ওই সময়ে পুজো ও ভোগ নিবেদন করা হবে না। নলাটেশ্বরীতেও গ্রহণের পর মাকে স্নান করানো হবে।
কামাখ্যা: অমাবস্যার জন্য কালীপুজোর পরের দিনও কামাখ্যা মন্দিরে পুণ্যার্থীদের ভিড় রয়েছে। আজও চলবে বিশেষ পুজো। মনস্কামনা পূরণে চলছে যজ্ঞ। অমাবস্যা ও গ্রহণ থাকায় আজ কামাখ্যায় তান্ত্রিকদের ভিড়।
কালীঘাট: কালীঘাট মন্দিরেও চলছে বিশেষ পুজো। কালীপুজোর দিন এখানে মহালক্ষ্মী রূপে পূজিত হন মা কালী। গতকাল রাত ১টা নাগাদ মন্দির বন্ধ হয়। আজ ভোরে মন্দিরের দরজা খোলার পর, অমাবস্যায় পুজো দেওয়ার জন্য ফের পুণ্যার্থীদের ভিড়।
দক্ষিণেশ্বর: কালীপুজোর পরদিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তের ঢল। অমাবস্যা থাকায় অনেকেই আজ পুজো দিচ্ছেন।
উল্লেখ্য, দীপাবলি উপলক্ষ্যে বেআইনি শব্দবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান। গতকাল তল্লাশি চালিয়ে ২৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে ৪২১ কেজি শব্দবাজি। এছাড়াও, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫৯ লিটার বেআইনি মদ। কলকাতার বিভিন্ন জুয়ার ঠেকেও চলে পুলিশি অভিযান। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।