মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : কালী মন্দিরে পুজো (Kali Puja 2023) দেওয়াকে কেন্দ্র করে দুই ক্লাবের বিবাদে ধুন্ধুমার। দুর্গাপুরের বেনাচিতিতে প্রবল চাঞ্চল্য। ইটবৃষ্টি, বাঁশ-লাঠি নিয়ে একে-অন্যকে মারধর দুই পক্ষের। ইটের ঘায়ে জখম এক পুলিশকর্মী সহ কয়েকজন। এরপর ঘটনাস্থলে গিয়ে ধরপাকড় শুরু করে দুর্গাপুর থানার পুলিশ (Durgapur Police Station)। দু’পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ।


তুমুল হাতাহাতি। লাঠি, বাঁশ হাতে দাপাদাপি। ইটবৃষ্টি। দোকান ভাঙচুর। গাড়ি ভাঙচুর। পুলিশ কর্মী জখম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। দীপাবলির রাতে দুই ক্লাবের বিবাদে রক্তারক্তিকাণ্ড দুর্গাপুরের (Durgapur) বেনাচিতিতে। রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। দুর্গাপুরের বেনাচিতিতে, প্রভাত সঙ্ঘ ও অগ্রণী সাংস্কৃতিক পরিষদ - এই দুটি ক্লাবের মধ্যে রেষারেষি দীর্ঘদিনের। দুর্গাপুজোর সময়েও তুুমুল অশান্তি হয়েছিল দু-পক্ষের মধ্যে।


আর দীপাবলির রাতে ফের দু-পক্ষের বিবাদে ধুন্ধুমারকাণ্ড বাধে। বচসা থেকে হাতাহাতি, তুমুল সংঘর্ষ, আহত দু-পক্ষের অন্তত ৮ জন। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ধরপাকড় শুরু করে। লাঠি উঁচিয়ে তাড়া করে ছত্রভঙ্গ করা হয় বিবদমান দু-পক্ষকে। সেই সময় ইটের ঘায়ে এক পুলিশ (Police) কর্মী আহত হন। পুজো, ক্লাব আর রাজনীতি। একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত, যার জেরে বেনাচিতিতে দুই ক্লাবের মধ্যে সংঘর্ষে ঘটনাতেও জড়িয়ে গেছে রাজনীতি।


তৃণমূল নেতা ও প্রভাত সঙ্ঘের সদস্য বিট্টু সান্যাল বলেছেন, গ্রামের লোক মন্দিরে গিয়েছিল। এখানকার কিছু বিজেপি নেতা ও দুষ্কৃতীরা ঝামেলা করে। মন্দির দখল চায় ওরা।কিছু কয়লা মাফিয়া লাঠি নিয়ে চড়াও হয়। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও।                                           


সংঘর্ষের ঘটনায় দুপক্ষের ৮ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুুর থানার পুলিশ।                                                                                                          


আরও পড়ুন- প্রয়াত প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া