কলকাতা: কালীপুজোয় (Kali Puja 2024) কলকাতায় দেদার শব্দ বাজি ফাটানোর অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শব্দবাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬৫ জনকে। 


শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। দিকে দিকে শক্তি আরাধনা। গভীর রাতে কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন। আর তারই মধ্যেই বেনিয়মের অভিযোগ। দিকে দিকে দেদার পুড়ল শব্দবাজি। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধে ৭টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ৭১৭. ৮ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। অভব্য আচরণের অভিযোগ গ্রেফতার হয়েছে ৩২৮জন। গতকাল ৭৯.৪ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ধৃত ৮৪১ জন।


জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য দেবীর আরাধনা করেন ভক্তরা৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ দেবী কালী চতুর্ভুজা। ডানদিকের উপরের হাতে বরাভয় মুদ্রা, নীচের হাতে আশীর্বাদ মুদ্রা। কারণ দেবী তাঁর সন্তানদের যেমন রক্ষা করেন, তেমনই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তার মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা কোমরবন্ধ হিসেবে ধারণ করেন দেবী৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।

কালীঘাটে মহালক্ষ্মী রূপে আরাধনা হয় শ্যামা মায়ের। কালীপুজোর দিন এখানে লক্ষ্মীপুজো হয়। একান্ন পীঠের অন্যতম কালীঘাট। কিংবদন্তি অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত কালীঘাট। কালীপুজোর দিন সকাল থেকেই মন্দিরে ছিল ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে এসেছিলেন পুণ্যার্থীরা।                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Kolkata Air Pollution: শব্দবাজির দাপট দীপাবলির রাতে, দূষণে ত্রাহিরব শহর কলকাতার বলছেন পরিবেশবিদরা