কাকদ্বীপ: কাকদ্বীপের (Kakdwip) সূর্যনগরে কালীমূর্তি ভাঙাকে ঘিরে উত্তেজনা । মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ-পথ অবরোধ । রাস্তা অবরোধমুক্ত করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে খবর । অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, দাবি করল রাজ্য পুলিশ । উত্তেজনা সামাল দিতে মূর্তির বিসর্জনের উদ্যোগ পুলিশের । প্রিজন ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হল ভাঙা কালী মূর্তি । কালী মূর্তি ভাঙা নিয়ে আসরে বিজেপি । অভিযোগের আঙুল তোলা হল প্রশাসনের দিকে । তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র, কটাক্ষ করে বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । মৌলবাদীদের তোষণের ফল, সরব বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগরে এক কালীমন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে । বুধবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় । এলাকাবাসীরা জড়ো হয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন । পুলিশ এসে ভাঙা কালী প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না বলে খবর । বরং সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে । ভাঙা কালীমূর্তি নিয়ে জাতীয় সড়কের ওপর বিক্ষোভকারীরা হাজির হন । দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে রাখেন ।
পুলিশের তরফ থেকে পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয় । সেখানে লেখা হয়, 'বুধবার সকালে একটি মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায় । তদন্ত শুরু হলেও, স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয় । জাতীয় সড়ক অবরোধ করে, মূর্তির বিসর্জনে বাধা দেওয়া হয় । বিক্ষোভকারীদের সরাতে ন্যূনতম বলপ্রয়োগ করে পুলিশ । সেই সময়ই পুলিশের উপর পাথর বৃষ্টি করে বিক্ষোভকারীরা । এরপরেই মূর্তির বিসর্জনের ব্যবস্থা করে পুলিশ । অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, কাউকে ছাড়া হবে না ।' এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী, দাবি রাজ্য পুলিশের ।
পুলিশের তরফ থেকে দাবি করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল । জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরূদ্ধ হয়ে পড়ার পরেই পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বলে দাবি করেছে পুলিশ । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ । তারাই বিসর্জনের ব্যবস্থা করে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ এই দাবি করলেও সকাল থেকে আসরে নেমে পড়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ।