কলকাতা: যে কোনও দিন এরাজ্য়ে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তবে পশ্চিমবঙ্গে SIR শুর হওয়ার আগেই এ নিয়ে শুরু হয়ে গেছে তুমুল বাগযুদ্ধ। চলছে হুঁশিয়ারির পাল্টা হুমকি। ঠিক এমনই এক পরিস্থিতিতে গিরীশ পার্কে কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের ফিরে এল বহিরাগত ইস্যু। পাশাপাশি তিনি নিরাপত্তার ইস্যুতেও বলেন, 'কলকাতা নিরাপদতম শহর। ধর্ম মানে মানবিকতা। বিরোধীরা বলছে বাংলা সেফ নয়, তাহলে আপনারা রাস্তায় বেরোন কী করে ?'
আরও পড়ুন, ফের বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, নিশানায় দলেরই নেতা-কর্মীরা
এদিন পুজো উদ্বোধনে এসে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন,' বহিরাগত বলতে আমি কাদের বলেছি ? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি। যারা বাইরের লোক নিয়ে এসে, এখানে..আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন, ১০ টা করে বাইরের লোকের নাম তোলে। তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে, তাঁরা মোর দ্যন বেঙ্গলিস।তাঁদের আমি সম্মান করি, ভালবাসি।..এটা মনে রাখতে হবে, ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে। ..যাদের কাছে পয়সা আছে, তাঁরা ফ্ল্যাট কিনে নেয়।'
অপরদিকে, এদিন জানবাজারে পৌঁছে তিনি প্রশ্ন তোলেন, এখানে মানুষ এত শান্তিতে থাকতে পারে। আর কোথাও এত শান্তিতে থাকতে পারে। কত ঘটনা ঘটে, অন্য রাজ্যে ? আমি চাই না, আমার রাজ্যে একটাও ঘটনা ঘটুক। কিন্তু যদি কোনও ঘটনা কোথাও ঘটে, আপনারা কি বলেন, বেঙ্গলস সেফ নয়। আপনারা আছেন কী করে তাহলে ? রোজ রাস্তা অবরোধ করছেন, রোজ কোর্টে যাচ্ছেন। বেঙ্গল যদি সেফই না হয়, তাহলে কোনটা সেফ ? এরপরেই তিনি কটাক্ষের সুরে বলেন উত্তরপ্রদেশ-বিহারে-রাজস্থানে ঘটনা ঘটলে তখন ভেরি সেফ !'
প্রসঙ্গত, গত কয়েকদিনের মধ্যে দুটি ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। একটি উত্তরবঙ্গে বিজেপি নেতা খগেন-শঙ্করদের উপর হামলার ঘটনা । অপরটি হল, দুর্গাপুর কাণ্ড। এই দুটি ইস্যুতেই শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠে বিরোধীরা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)