সঞ্চয়ন মিত্র, কলকাতা :  শহর ( Kolkata )  থেকে জেলা ( West Bengal Districts ), ঘুম ভাঙছে শীতের আলতো আদরে। উত্তুরে হাওয়ার শিরশিরানি জানান দিচ্ছে শীতের আগমনী ( Winter Update ) । আর নভেম্বর মানেই তো ক্যালেন্ডারে শীতের আগমন। আর এ বছর কালীপুজো নভেম্বরের মাঝামাঝি হওয়ায় শীতের আবেশ থাকবেই পুজোর দিন। রাতে পূজিত হন মা কালী, আর সারারাত জেগে আলোর উৎসবে গা ভাসানো। এদিন বঙ্গবাসীর সঙ্গী হতে চলেছে শীতের আবহ। 

কালীপুজোয় শীতের আমেজ                                         

কালীপুজোতে ( Kali Pujo )  শীতের আমেজ যে থাকবেই, তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই ধারণা আবহবিদদের। থাকবে পরিষ্কার আকাশ। হালকা শীতের আমেজ থাকবে শহরে । বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও । 
 
জেলার আবহাওয়া আপডেট 

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, জেলায় জেলায় পরিষ্কার আকাশ, স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। হেমন্তের আবহাওয়ায় একই রকম থাকবে আগামী কয়েক দিন। আগামী তিন দিন একই রকম থাকবে,তাপমাত্রা তারপর সামান্য বাড়বে। 

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে গেছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে থাকবে। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।  

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরে শীতের আমেজ ইদানীং বেশ হচ্ছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।  উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।

কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে দীপাবলির আবহে। সকালে ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ থাকবে। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি নিচে। 

ধনতেরসে ৪০০ বছর পর বিশেষ যোগ, ৫ রাশির জীবনে ধামাকা ! সৌভাগ্য দুয়ারে

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
10-Nov 21.0 30.0
Mainly Clear sky
11-Nov 22.0 30.0
Mainly Clear sky
12-Nov 21.0 30.0
Mainly Clear sky
13-Nov 21.0 30.0
Mainly Clear sky
14-Nov 21.0 30.0
Partly cloudy sky
15-Nov 23.0 31.0
Partly cloudy sky
16-Nov 23.0 31.0
Partly cloudy sky

সূত্র : https://city.imd.gov.in/