কলকাতা: পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের (Kaliganj By Poll 2025) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে ১৯ জুন। উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ জুন। আপাতত ১৮ থেকে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। আগামী সপ্তাহেই আসছে রাজ্যে।
কালীগঞ্জে উপনির্বাচন: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগে উপনির্বাচন হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৯ জুন। ওই একই দিনে বিধানসভা উপনির্বাচন হবে গুজরাতের দুটি কেন্দ্র কাদি ও বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। ফল ঘোষণা হবে ২৩ জুন। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। নির্বাচিত বিধায়কের মৃত্যু এবং পদত্যাগের কারণে এই বিধানসভা আসনগুলি খালি হয়েছে। গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার সেখানে উপনির্বাচন। তৃণমূল বিধায়কের প্রয়াণের পর তাঁর স্মরণসভা ঘিরে প্রকাশ্যে এসেছিল দলের গোষ্ঠী কোন্দল। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় ১৯ জুন হতে চলেছে উপনির্বাচন। প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।
নির্বাচনের দিন ঘোষণা হতেই গতকাল সাংবাদিক সম্মেলন করেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। তিনি জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৬০৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ২৮২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। মোট ১৬২ ভোট গ্রহণ কেন্দ্রে ৩০৯ টি বুথের ভোট গ্রহণ করা হবে। গতকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন। জেলাশাসক জানিয়েছেন, আগামী ২ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৩ জুন মনোনয়ন পত্র পরীক্ষা ও ৫ই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।