কালীগঞ্জ: বাংলায় ভোটের ভবিতব্য সেই সন্ত্রাস, প্রাণ গেল নয় বছরের নাবালিকার। ভোট গণনা শেষের আগেই কালীগঞ্জে প্রাণ গেল বালিকার। জানা গিয়েছে তৃণমূলের 'বিজয় উল্লাস থেকে বোমা'তেই নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী।
মেয়েকে হারিয়ে দিগ্বিদিকশূন্য অবস্থা মায়ের। শোকের গলাতেই সংবাদমাধ্যমকে বলেন, 'আমার মেয়ে হাত চেপে ধরেছিল। আর শয়তানের দল এসে বোমাটা ফেলল তখন। এই মানুষগুলোকে আমি চিনি। ওদের সবার নাম আমি জানি না। একঝাঁক লোক এসেছে। ওই বোমায় আমি আর ছেলে ছিটকে পড়ে যাই, আর মেয়েটা শেষ হয়ে গেল। সকাল থেকেই এই বোম চলছে। আমার বাবার সময় থেকেই আমরা সিপিএমকে ভোট দিচ্ছি। আমরা সরাসরি রাজনীতি করি না, রাজনৈতিক কর্মীও নই। তাও আজ এই দিন দেখতে হল।'
এবিপি আনন্দকে তিনি বলেন, 'আমি আর ছেলে- মেয়ে স্নান সেরে ফিরছিলাম। সেই সময় আওয়াজ কানে আসে ভেবেছিলাম বাইরে কিছু হচ্ছে। আমার ছেলে ভেবেছে পটকা ফাটছে বোধহয়। ওঁরা আজ ভয়ে বাইরে কেউ খেলতেও যায়নি। আমার ওই একটাই মেয়ে। একটাই সোনা আমার। তৃণমূলের ওরা জানত। তাই ইচ্ছে করেই এটা করল। আমার স্বামী বাইরে থাকে। বারবার ফোন করে মেয়ের কথা জিজ্ঞেস করছে। কী উত্তর দেব?'
কালীগঞ্জে তৃণমূলের জমায়েত থেকেই বোমাবাজির অভিযোগ উঠেছে। সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। ওরা বলেছিল, আগে ওকে শেষ করি, অভিযোগ স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এক ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি যারা এই ঘটনায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে পুলিশের তরফে জানান হয়েছে। দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার থেকে বালিকার মৃত্যু, দাবি পুলিশের। তবে পোস্টমর্টেম রিপোর্টের পর সবটা জানা যাবে, এমনটাই বলা হয়েছে পুলিশের তরফে।
এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এক ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি যারা এই ঘটনায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে পুলিশের তরফে জানান হয়েছে।
জানা গিয়েছে, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। সেই বোমা ফেটেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। কালীগঞ্জের মোলান্ডিতে বোমাবাজিতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে বোমায় প্রাণহানি হতে পারে, সেই বোমা নিয়ে বিজয়োল্লাস কীভাবে হয়? আর ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই উৎসব কীভাবে হয়? কেনই বা সেখানে বোমা নিয়ে বেরচ্ছে, সেই প্রশ্নই উঠছে!