কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে একেবারে সবুজ ঝড়। বিধানসভা নির্বাচনের ট্রেন্ড বজায় রেখে আবারও উড়ল সবুজ আবির। বিজয় উল্লাস ঘাসফুল শিবিরে। ২৩ রাউন্ড ভোট গণনা হবে বলে জানিয়েছে নির্বাচনা কমিশন। ইতিমধ্যেই শেষ হয়েছে ১৪ রাউন্ড ভোট গণনা। তরতরিয়ে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী আলিফা আহমেদের ঝুলিতে বিপুল পরিমাণ ভোট। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কালীগঞ্জের তৃণমূলের দফতরে । এরই মধ্যে মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।'
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে ১৪ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ৪০ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে রয়েছেন। গণনার প্রথম থেকেই দ্বিতীয় স্থান নিয়েই চলছে টানাপোড়েন। কখনও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি, কখনও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ১৪ রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল। তবে ইতিমধ্যেই প্রাপ্ত ভোটের ব্যবধানই স্পষ্ট করছে তৃণমূলের জয়জয়কার। এখন অপেক্ষা অফিসিয়াল ঘোষণার।