কলকাতা: আজই জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) স্বাস্থ্য পরীক্ষা হবে নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra)। সকাল ৮টা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হবে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku)। তবে শেষ অবধি পাওয়া খবরে, রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে ভর্তি করা হল এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে। আইসিসিইউ-র ১৮ নম্বর বেডে ভর্তি আছেন সুজয়কৃষ্ণ ভদ্র। জোকা ইএসআই হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে আজই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হত, খবর সূত্রের।


কেন্দ্রীয় বাহিনীর পাহারায় অ্য়াম্বুলেন্সে সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল (ESI Hospital)। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে থাকার কথা ছিল ইডির আধিকারিকদের। কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষার জন্য় মেডিক্য়াল বোর্ড গঠন করেছে ইএসআই হাসপাতাল। সূত্রের খবর, হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে সিএফএসএলের  বিশেষজ্ঞদের ডেকে কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া কথা ছিল। 


গত কয়েক মাস ধরেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করছেন ইডির (Enforcement Directorate) আধিকারিকরা । ইডি-র তরফে দাবি করা হয়, তারা যখন হাসপাতালে গিয়েছিল, তখন হাসপাতালের তরফে দাবি করা হয় তিনি (সুজয়কৃষ্ণ ভদ্র) অসুস্থ। এখন তিনি মানসিকভাবে সুস্থ নন। সেদিন কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর খালি হাতে ফিরে এসেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ইডি আধিকারিকরা।


এরপর ইডি আধিকারিকরা আবার এসএসকেএম হাসপাতালকে চিঠি পাঠিয়েছিলেন। কণ্ঠস্বরের নমুনা তাঁরা নিতে চান। দ্রুত একটা তারিখ দেওয়া হোক। সূত্রের খবর, ইডির সেই মেলের উত্তর দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। উত্তরে হাসপাতালের তরফে জানানো হয়েছে, একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ড মেডিক্যাল টেস্ট করে ঠিক করবে কোন দিন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া সম্ভব হবে।


মূলত বাইপাস সার্জারির ২ মাস পার। এখনও এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত জানানো হোক, কবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে। এর আগে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে SSKM হাসপাতালে যান ED-র অফিসাররা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মেলেনি নমুনা। 


আরও পড়ুন, চেন্নাইয়ে ফের পেট্রোলের দাম বাড়ল, আজ কলকাতায় জ্বালানির দর কী ?


মূলত হাসপাতালে ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি। 'বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে?' সুপারের কাছে জানতে চেয়ে বয়ান রেকর্ড করেছিল ইডি। ফের হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। প্রশ্ন একটাই, এবার তাহলে অপেক্ষা শেষ ইডি আধিকারিকদের ? মিলবে কি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ?