পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পূর্ব যাদবপুরের (Jadavpur) ছিট কালিকাপুরে মহিলা খুন করে সঙ্গী উধাও। শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের (Kolkata Police)। বাইরে থেকে দরজা বন্ধ ছিল বলে জানায় পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ। নিহত মহিলার লিভ-ইন পার্টনারের খোঁজে পুলিশ। সিসিটিভি ফুটেজের (CCTV Footaga) সূত্র ধরে তদন্ত শুরু করে পূর্ব যাদবপুর থানার পুলিশ (Jadavpur Police Station)।


পূর্ব যাদবপুর ছিট কালিকাপুরে মিল খুন, তাঁর সঙ্গী তো নিখোঁজ বটেই। রহস্যজনক ভাবে উধাও মহিলার দিদি, স্বামী। তাঁদেকেও দেখতে পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। সূত্রের খবর অপর্ণা নামে ৩০-৩৫ বছরের ওই মহিলা চিংড়ি মাছের কারখানায় কাজ করতেন। যাদবপুরের এই ঘরেই দীর্ঘদিন ঘরে ভাড়া থাকতেন মহিলা। রবিবার সকালে বাড়িওয়ালা দেখতে পায়, বাইরে থেকে তালাবন্ধ। সন্দেহ হওয়ায় ডাকাডাকি করে। তবে সাড়া মেলেনি। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে মহিলার মৃতদেহ উদ্ধার করে। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজার হোমিসাইড শাখা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। স্থানীয় সূত্রে খবর, ভোরবেলা তার সঙ্গীকে দেখতে পওয়া যায়। সন্দেহের তীর সঙ্গীর দিকেই। পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন বন্ধ রয়েছে মৃতার সঙ্গীর। 


গরফা খুন: সম্প্রতি গরফার (Garfa) শরৎ বোস কলোনি এলাকায় মহিলার মৃতদেহ উদ্ধারে চঞ্চল্য ছড়ায়। তাঁকে খুন করে তাঁর সঙ্গী আত্মঘাতী (Suicide) হয়েছেন বলে দাবি স্থানীয়দের। বছর পাঁচেক আগে এলাকায় একটি ফ্ল্যাট কেনেন বছর ৬৫-র গোবরধন শেঠ। স্থানীয়রা জানিয়েছেন এই ফ্ল্যাটে নিয়মিত আসা যাওয়া ছিল তাঁর সঙ্গী বেলেঘাটার (Beleghata) বাসিন্দা বছর ৪৫-এর শান্তি সিংহের। বুধবার গোবরধন শান্তির আত্মীয়দের ফোন করে দাবি করেন তিনি মহিলাকে শ্বাসরোধ করে খুন করেছেন।


এর কিছুক্ষণের মধ্যেই ট্রেন লাইন থেকে উদ্ধার হয় গোবরধনের মৃতদেহ (Deadbody)। সঙ্গীকে খুন করে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি স্থানীয়দের। মৃত মহিলার আত্মীয়রা ফোন পেয়ে গরফার ফ্ল্যাটে এসে মৃতদেহ দেখতে পান। গরফা থানায় খবর দেওয়া হলে পুলিশে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই দুজনের মধ্যে অশান্তি চলছিল। সম্পর্কের টানাপোড়েন নাকি সম্পত্তিগত বিবাদে জেরে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ (Police)।


আরও পড়ুন: Jadavpur University: গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য কোয়ার্টারে ডেকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে